গোরু নয় ঈগল পাচার হচ্ছিল, বিএসএফ করল তাড়া

রাজ্য সরগরম গোরু পাচার নিয়ে। বাংলাদেশে (Bangladesh) গোরু পাচারের তদন্ত করছে সিবিআই। আপাতত সীমান্তে গোরু পাচারে ঝুঁকি প্রবল। কোটি কোটি টাকার লেনদেন বন্ধ। তবে পাচার…

গোরু নয় ঈগল পাচার হচ্ছিল, বিএসএফ করল তাড়া

রাজ্য সরগরম গোরু পাচার নিয়ে। বাংলাদেশে (Bangladesh) গোরু পাচারের তদন্ত করছে সিবিআই। আপাতত সীমান্তে গোরু পাচারে ঝুঁকি প্রবল। কোটি কোটি টাকার লেনদেন বন্ধ। তবে পাচার চলছেই। এবার গোরু নয়, পাচার হচ্ছিল (Egal Smuggling) ঈগল। নদিয়ার (Nadia)ভারত-বাংলাদেশ সীমান্তের গোঙরা থেকে (BSF) বিএসঅফ ৮২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা চারটি ঈগল পাখি উদ্ধার করেছে।

বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল ঈগল। পাচারকারীদের দেখে বিএসএফ ধাওয়া করে। সীমান্তের কাছে ঈগল ফেলে পালিয়েছে পাচারকারীরা।

   

গোরু নয় ঈগল পাচার হচ্ছিল, বিএসএফ করল তাড়া

Advertisements

বাক্স খুলতেই ডানা ঝটপটিয়ে উঠল চারটি ঈগল পাখি। সেগুলিকে কৃষ্ণনগরের বন দফরের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের সব কটি জেলা দিয়েই পাচার চলে। সীমান্তের ওদিতে বাংলাদেশের রংপুর, রাজশাহি, খুলনা আর এদিকের কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনার মধ্যে সক্রিয় দুই দেশের পাচারকারীরা।

গোরু পাচারের মধ্যে রাজনৈতিক সংযোগ ও বিএসএফের কয়েকজন জড়িত বলে আগেই তদন্তে উঠে এসেছে। জেলে কয়েকজন। সিবিআই তদন্তে আরও কয়েকজনের জেলে যাবার সম্ভাবনা প্রবল। ফলে সীমান্তে গোরু পাচার ও গোরুর হাটে মন্দা লেগেছে। গোরু ছাড়াও বিরল প্রাণী যেমন তক্ষক, সাপের বিষ, মাদক ও হরেক জিনিষ পাচার হয়।