সব জানে মনীশ কোঠারি, CBI জেরায় বলে দিল অনুব্রত কন্যা

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় এক ঘন্টা ১০ মিনিট ধরে অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ…

গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় এক ঘন্টা ১০ মিনিট ধরে অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে (CBI) সিবিআই। সুকন্যার সম্পত্তির দিকেই নজর ছিল অনুব্রতর। সেই প্রশ্নের উত্তরে সিবিআইকে সুকন্যা জানিয়েছেন সব জানে মনীশ কোঠারি। ফের মনীশকে তলব করবে সিবিআই?

অনুব্রত কন্যা সুকন্যার কাছে সিবিআইয়ের প্রশ্ন মাত্র কয়েক হাজার টাকা বেতন পেয়ে কী করে কোটি টাকার সম্পত্তির মালিক হলেন ? সুকন্যা। সুকন্যা জানিয়েছেন, যা জানেন মনীশ কোঠারি।

অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারি। গোরু পাচার মামলায় তাকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখানে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হিসেব তুলে ধরেছেন তিনি।

সিবিআই সূত্রে খবর, বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মনীশ কোঠারিকে তলব করতে পারে সিবিআই। একইসঙ্গে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে। প্রয়োজনে আজই ভারত সেবাশ্রমে ফের যেতে পারেন সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হবে সমস্ত কাগজপত্র।