Sundarban: বাঘ ধরতে ছাগল নামাল বনদফতর, পাথরপ্রতিমা সরগরম

খাঁচা পাতলেও অধরা বাঘ। পাথরপ্রতিমায় এখনও আতঙ্কে এলাকাবাসী। একাধিক এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে তাতেই বেড়েছে আতঙ্ক। ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়। কিন্তু…

Tiger eyes

খাঁচা পাতলেও অধরা বাঘ। পাথরপ্রতিমায় এখনও আতঙ্কে এলাকাবাসী। একাধিক এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে তাতেই বেড়েছে আতঙ্ক। ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়। কিন্তু খাঁচা পাতলেও অধরা বাঘ পাথরপ্রতিমার বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি।

গত তিনদিন ধরে পার্থ প্রতিমার উপেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে বাঘ প্রবেশ করেছে। তা নিয়েই চারদিকে ভয়াবহ পরিস্থিতি। আজ সকালেই টাটকা বাঘের পায়ের ছাপ দেখা মিলেছে। তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। উপেন্দ্র নগর এলাকার ঠাকুরনগর জঙ্গলের যে নাইলনের দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। গতকাল রাত্রে বন কর্মী ও বাসিন্দারা মশাল জ্বালিয়ে সারারাত পাহারা দিয়েছেন। সেই ভয়ে গোটা এলাকা জবুথবু। থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি। খাড়ি থেকে মাছ কাঁকড়া ধরা বন্ধ রয়েছে। সন্ধ্যের পর গৃহবন্দী হয়ে পড়ছেন মানুষজন।

Tiger net at Patharpratima

বারবার সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে বাঘ চলে আসছে তাতে রীতিমত ভয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যে উচ্চতর বনদপ্তর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নদীপথে টহলদারি চলছে । পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়েছে। ছাগলের টোপ দেওয়া খাঁচায় এখনো অধরা বাঘ। তাতেই ভয়ে স্থানীয়রা। বন দপ্তরের তরফে প্রচেষ্টা চালানো হচ্ছে বাঘটাকে খাঁচা বন্দি করার বা জঙ্গলে ফিরিয়ে আনার।