মমতার জমানায় অ্যাডভোকেট জেনারেল পদত্যাগের হ্যাট্রিক

বিদেশ থেকে ইমেল করে পদত্যাগপত্র পাঠালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি পদত্যাগ করার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নজির গড়ল। মমতা সরকারের আমলে পরপর তিনজন…

বিদেশ থেকে ইমেল করে পদত্যাগপত্র পাঠালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি পদত্যাগ করার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নজির গড়ল। মমতা সরকারের আমলে পরপর তিনজন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ১২ বছরে এমনটি ঘটল।

অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সরে দাঁড়ালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।  বিদেশে থেকে তিনি পদত্যাগপত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠান। জানা যাচ্ছে অ্যাডভোকেট জেনারেল পদে আসছেন কিশোর দত্ত।

রাজ্যের এডভোকেট জেনারেলের আচমকা পদত্যাগ‌ে রাজনৈতিক মহল সরগরম। তবে অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় সরে যাচ্ছেন এ বিষয়টি কিছুদিন ধরে জল্পনা আকারেই ছিল। আইনজীবী মহলেও এমন আলোচনা চলছিল। সেই খবর সত্যি করে শুক্রবার বিদেশ থেকে  পদত্যাগ পত্র পাঠালেন সৌমেন্দ্রবাবু। কী কারণে এই পদত্যাগ তা স্পষ্ট করে জানাননি তিনি। তাঁর পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। 

জানা গেছে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইংল্যান্ডে আছেন। তিনি সেখান থেকেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠান। তবে কী কারণে তিনি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সরে গেলেন সেটি পদত্যাগপত্রে উল্লেখ করেননি। 

আগামী ১৮ তারিখ তিনি কলকাতার ফিরবেন বলে জানা গেছে। তার পরেই হবে নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ। এই পদে রাজ্যের প্রাক্তন এজি কিশোর দত্তর নাম ফের ভাবছেন মুখ্যমন্ত্রী।  কিশোর দত্ত ফের দায়িত্ব নিলে তিনি একই পদে দুবার বসতে চলেছেন।