পুরভোটের আগে আবারও অশান্ত ভাটপাড়া। এবার ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী রাজ বিশ্বাসের উপর লক্ষ্য করে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলে খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায়।
এদিকে ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে, যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে কোণ প্রতিক্রিয়া মেলেনি। এদিকে শনিবারই
পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় টিটাগর থানার বামফ্রন্ট নেতৃত্ব। ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় অভিযোগ টিটাগর থানার পুলিশ মাইকের তার ছিড়ে দেয়। পাশাপাশি বামফ্রন্ট কর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় ৩ জন বামফ্রন্ট কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা যথেষ্ট রনক্ষেত্র হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে টিটাগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বামফ্রন্টের কর্মী সমর্থকরা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
