Kalyani Train Fire: কল্যাণী লোকালে ভয়াবহ আগুন আতঙ্কে শোরগোল যাত্রীদের মধ্যে

train

শনিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা দমদম স্টেশনে। আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, সন্ধ্যে ৭:30 টা নাগাদ শিয়ালদহ থেকে ছাড়ে আপ কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন। এর পরই ট্রেনের প্যানেল বোর্ডে যাত্রীরা আগুন দেখতে পান। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আতঙ্কে অনেক যাত্রী হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন।

এই ঘটনার পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। ট্রেন থেকে আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে। এর ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটি প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে দমদমে। (প্রতিবেদন প্রকাশের সময়)। ট্রেনের পিছনের দিকেই আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। আপ লাইনে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত। রেলের আরপিএফ, জিআরপি, আধিকারিক ও রেল পুলিশ ছুটে আসে। তারা এখন ঘটনাস্থলেই রয়েছে।

   

সংবাদমাধ্যামকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “কল্যাণী সীমান্তে আগুন দেখা গিয়েছে বলে খবর পেয়েছি। তবে ওটা খুব মারাত্মক কিছু নয়। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দমদমে ট্রেনটিতে আগুন নেভানোর ব্যবস্থা হয়েছে। কোনও হতাহত বা আহতের খবর আসেনি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন