AIIMS Scam: এইমসে নিয়োগ দুর্নীতি, সিআইডি জেরায় জেরবার বিজেপি বিধায়কের পুত্রবধু

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকারপক্ষ তৃণমূল কংগ্রেস জড়িত। আর এইমস নিয়োগ দুর্নীতিতে (AIIMS) জড়িত বিরোধী দল বিজেপি। অভিযোগ, এ রাজ্যে শাসক ও বিরোধীরা দুর্নীতির নিরিখে এক…

Corruption in recruitment in Kalyani AIIMS

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকারপক্ষ তৃণমূল কংগ্রেস জড়িত। আর এইমস নিয়োগ দুর্নীতিতে (AIIMS) জড়িত বিরোধী দল বিজেপি। অভিযোগ, এ রাজ্যে শাসক ও বিরোধীরা দুর্নীতির নিরিখে এক আসনেই আছে। কল্যাণী এইমসের দুর্নীতি মামলায় চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধু অনুসুয়া ঘোষকে জেরা করছে সিআইডি। নদিয়া জেলা বিজেপি মুখে কুলুপ এঁটেছে।

কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক কল্যানী এইমসে নিয়ম বহির্ভুত নিয়োগ করিয়েছেন। এই অভিযোগের তালিকায় থাকা ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি। সমস্ত নথি কল্যাণী থানার তরফে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম আছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিআইডি। তাঁকে নোটিশ পাঠায়। সময় চান তিনি। শুক্রবার তাঁকে জেরা করবে সিআইডি।