কল্যাণী নয়, মোহনবাগানের সঙ্গে কোথায় ম্যাচ খেলবে মহামেডান?

মাত্র আর একটা ম্যাচ। সেটা জিততে পারলেই কলকাতা লিগ ফের পকেটে পুড়বে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, এবারের গ্রুপ পর্বের শুরু থেকেই…

Mohammedan SC Mohun Bagan

মাত্র আর একটা ম্যাচ। সেটা জিততে পারলেই কলকাতা লিগ ফের পকেটে পুড়বে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, এবারের গ্রুপ পর্বের শুরু থেকেই যথেষ্ট ছন্দে ছিল সাদা-কালো ব্রিগেড। মাঝে একটা ম্যাচে হারতে হলেও পরবর্তীকালে অতি সহজেই ঘুরে দাঁড়িয়েছে এই ক্লাব। যার প্রভাব এখনো থেকে গিয়েছে টুর্নামেন্টের সুপার সিক্সে।

যেখানে প্রথম ম্যাচে খিদিরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে রেড রোডের এই ফুটবল ক্লাব। তারপর দ্বিতীয় ম্যাচে কলকাতার আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে পরাজিত করে মহামেডান দল। যারফলে, বলা যায় কলকাতা লিগ জয়ের অনেকটাই কাছে চলে যায় ব্ল্যাক প্যান্থার্সরা।

   

এবার তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ২৯ তারিখ কল্যানী স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও এবার বদলে গিয়েছে সেই ভ্যেনু। যারফলে, কল্যানী স্টেডিয়ামের পরিবর্তে কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এবারের এই ডার্বি ম্যাচ। বিশেষ সূত্র মারফত খবর, এবারের এই ডার্বি ম্যাচ আয়োজিত হওয়ার ক্ষেত্রে এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন বাগান সচিব দেবাশীষ দত্ত ও মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ।

বৈঠক শেষে নাকি কল্যানী স্টেডিয়ামের পরিবর্তে কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত উঠে এসেছে। ব লাবাহুল্য, এই ডার্বি ম্যাচ জিতলেই ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেদিকেই তাকিয়ে আপামর সাদা-কালো জনতা।