East Bengal: ক্লেটনকে নিয়ে চরম সমস্যা লাল-হলুদে, কী ভাবছেন কুয়াদ্রাত ?

শেষ আইএসএল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও দলের জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। পূর্বে বেঙ্গালুরু…

Carles Cuadrat Cleiton Silva

শেষ আইএসএল মরশুমে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও দলের জার্সিতে যথেষ্ট ঝলমলে থেকেছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। পূর্বে বেঙ্গালুরু এফসি দলে খুব একটা সফল না হলেও ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে।

শেষ মরশুমে দেশীয় উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে জুঁটি বেধে একের পর এক ম্যাচ থেকে সাফল্য এনে দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক ম্যাচে গোল ও এসেছিল তার পা থেকে। যারফলে, একটা সময় হিরো আইএসএলে মোট ১২ টি গোল করার দরুণ সোনার বুটের অন্যতম দাবিদার হিসেবে ঘোরাফেরা করছিল তার নাম। তবে পরবর্তীকালে ওডিশা এফসির তারকা ফুটবলার দিয়াগো মউরিসিওর হাতে ওঠে সেই খেতাব।তবে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে বছরের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

স্বাভাবিকভাবেই এবছর ও তার দিকে তাকিয়ে রয়েছে লাখো লাখো লাল-হলুদ সমর্থক। গতবারের সেই দাপুটে ক্লেটন কেই দেখতে মরিয়া সকলে। সেখানেই দেখা দিয়েছে যত সমস্যা। আসলে গতবার স্টিফেন কনস্ট্যানটাইন দলের দায়িত্বে থাকলেও এবছর স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। যারফলে, নতুন করে সেজে উঠেছে গোটা দল। নির্ধারিত সময়ের অনুপাতে দলের বাকি বিদেশিরা শহরে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও এই ব্রাজিলিয়ান তারকা এসেছিলেন সকলের পরে। যারফলে, ডুরান্ড কাপের অধিকাংশ ক্ষেত্রেই তাকে পরখ করে নিতে পারেননি কার্লোস কুয়াদ্রাত। তারপর কয়েকটি ম্যাচে তাকে নামানো হলেও একেবারেই অফ কালার থেকেছেন ক্লেটন সিলভা।

বলতে গেলে এখনো পর্যন্ত ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি দলের এই তারকা স্ট্রাইকার। যারফলে, জামশেদপুর ম্যাচের শেষের দিকে নেমে ও তেমন কিছূ করতে পারেননি ক্লেটন। এমনকি ম্যাচফিট না হওয়ার দরুন এখনো পর্যন্ত নাকি তাকে প্রথম একাদশে নামানোর সুযোগ পাচ্ছেন না কুয়াদ্রাত। গতবছর হায়দরাবাদ এফসির জার্সিতে জাভিয়ের সিভেরিও টোরো সকলের নজর কাড়লেও তিনি নামতেন পরিবর্ত হিসেবে। তবে লাল-হলুদে তাকে খেলতে হচ্ছে শুরু থেকে। তিনি গোলের ক্ষেত্রে দক্ষ হলেও স্কিলের দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে।

যারফলে, এখনো পর্যন্ত সাদামাটাই থেকে গিয়েছে লাল-হলুদের আক্রমণ ভাগ। এক্ষেত্রে দলের দুই স্ট্রাইকারকে একসাথে নামানো হলে সমস্যা দেখা দেবে ডিফেন্সিভ মিডফিল্ডে। বেঞ্চে রাখতে হবে বোরহা হেরেরাকে। তাছাড়া জর্ডন এখন না থাকায় চাপ বাড়তে পারে সেক্ষেত্রে। তাই এক কথায় বলতে গেলে আক্রমণভাগ নিয়ে কিছুটা হলেও চাপে লাল-হলুদ শিবির।