Tiger in Howrah: হাওড়ায় বাঘের আতঙ্কে ছেদ টানল হাওড়া যৌথ পরিবেশ সমিতি

সাঁকরাইল ব্লক এ কিছু দিন ধরে বাঘের (Tiger) আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ জন লাঠি টর্চ নিয়ে বাঘ খুজতে বেরন একটা চাঞ্চল্য তৈরী হয় এলাকা জুড়ে।…

tiger in Howrah

সাঁকরাইল ব্লক এ কিছু দিন ধরে বাঘের (Tiger) আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ জন লাঠি টর্চ নিয়ে বাঘ খুজতে বেরন একটা চাঞ্চল্য তৈরী হয় এলাকা জুড়ে। আদপে হাওড়া জেলার জীববৈচিত্র্য বাঘের কোন ভাবে লোকালয়ে চলে আসা সম্ভব নয় এই সময়ের নিরিখে। আতঙ্কিত মানুষ খবর দেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে।

বিডিও সাঁকরাইল নাজিরউদ্দীন সরকার এই বিষয়ে হাওড়া জেলার বন – বন্যপ্রাণী সংঘাত ও সংরক্ষণ নিয়ে বহুদিন ধরে কাজ করা সংগঠন হাওড়া যৌথ পরিবেশ সমিতির সাথে যোগাযোগ করেন সমস্যা সমাধানের জন্য । প্রথমিক ভাবে মানুকে ওটা বাঘ নয় বাঘরোল বলে ভরসা দেওয়া।

বিডিও সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা তে আজকে সাঁকরাইল block সাঁকরাইল পঞ্চায়েত সমিতি ও হাওড়া যৌথ পরিবেশ সমিতির সহযোগিতা মানুষের ভয় কে জয় করতে সক্ষম হলো। সচেতনতা বৃদ্ধি করতে আব্দুল বাস স্ট্যান্ড সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়।

অনুষ্ঠিত হয় তথ্য চিত্র মাছবাঘা ও নানা ছবি ভিডিও মাধ্যমে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষক হাওড়া যৌথ পরিবেশ সমিতির সম্পাদক শুভ্রদীপ ঘোষ। এর আগে জেলার বিভিন্ন প্রান্তে ডোমজুড় পাঁচলা উলুবেড়িয়া ২ তে সাফল্যের সাথে গুজবের মুকাবিলা করে সমাজ মানুষ কে সচেতন করে সফলতা পেয়েছেন তিনি।

সাঁকরাইল সভাপতি পঞ্চায়েত সমিতি ও তার সমপূর্ণ পরিষদ বিভিন্ন বিষয়ক সবাই থেকে সাফল্য মন্ডিত করেন। যিনি প্রথম অভিযোগ টি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করে ছিলেন

তিনি আমাদের অনুষ্ঠান দেখে সচেতন হন এবং বাঘরোল গুলি ওখানেই নিজের পরিবেশে জীবনধারণ করবেন এবং কেউ যাতে ভীত হয়ে কোন আঘাত যাতে না করেন তার জন্য শপথগ্রহণ করেন। প্রায় শহরের প্রানকেন্দ্রে এই ভাবেই রাজ্যবন্যপ্রাণী বাঘরোল কে ঘিরে বাঘের আতঙ্কে ছেদ টানলো সাঁকরাইল।