TMC: ভোট প্রচারে বাবা-ছেলে, সিনিয়র গোস্বামীর বিরুদ্ধে পড়েছিল পোস্টার

জোর কদমে চলছে ভোট প্রচার (TMC)। বাবা-ছেলে একসঙ্গে দুয়ারে দুয়ারে। ‘আমার থেকেও বেশি ভোট পাবে বাবা’, বললেন ছেলে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।  শান্তিপুর ১৩ নম্বর…

জোর কদমে চলছে ভোট প্রচার (TMC)। বাবা-ছেলে একসঙ্গে দুয়ারে দুয়ারে। ‘আমার থেকেও বেশি ভোট পাবে বাবা’, বললেন ছেলে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। 

শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাবা প্রশান্ত গোস্বামী। সোমবার শান্তিপুরের ওই ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় বিধায়ক কিশোর গোস্বামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী প্রশান্ত গোস্বামী। 

ভোট প্রচারের মধ্যে দিয়ে ওয়ার্ডের বেশ বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেছেন তিনি। এছাড়াও জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। ভোট আবেদনের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শুনেছেন। 

TMC Nadia

তৃণমূল প্রার্থী প্রশান্ত গোস্বামীর পুত্র শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছেন, “যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে করে আমি বিধানসভা ভোটে এই ওয়ার্ড থেকে যে ভোট পেয়েছিলাম তার থেকেও বেশি ভোট পেয়ে জয়লাভ করবে বাবা প্রশান্ত গোস্বামী। আমি জয় নিয়ে ভাবছি না। আমি ভাবছি ভোটের মার্জিন কত হবে।” 

ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রশান্ত গোস্বামীর নাম ঘোষণা হওয়ার পরেই ওয়ার্ডে প্রার্থী পছন্দ নয় বলে পোস্টার পড়তে দেখা গিয়েছিল। যদিও সোমবার নির্বাচনী প্রচারে র মধ্যে দিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সব জল্পনা উড়িয়ে দিয়ে বললেন যে সবাই এখন এক হয়ে লড়াই করতে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন।