বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ঘটনার মতো এই ঘটনাটিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আধুনিক প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে, তেমনি ভুল তথ্য বা প্রতারণার পথও খুলে দিয়েছে। এমনই এক ঘটনার শিকার হলেন (Heartbroken bride) ফারাক্কার (Farakka) এক যুবতী, যার সঙ্গে প্রতারণা করে বিয়ের আসর ছেড়ে পালালেন তার হবু বর।
বেশ কয়েক মাস আগে ফারাক্কার বটতলা এলাকার যুবতীর সঙ্গে সামসেরগঞ্জের চস্কাপুর গ্রামের এক যুবকের ফোনের মাধ্যমে পরিচয় হয়। আলাপ থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শেষমেশ দুই পরিবারের সম্মতিতে বিয়ের তারিখও স্থির হয়। রবিবার নির্ধারিত দিনে পুরো আয়োজন সম্পন্ন হওয়ার পর বরের আগমন ঘটে। কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
পাত্রের আগের বিবাহের কথা জানাজানি হয়ে যায় এবং কনের পরিবারের পক্ষ থেকে প্রশ্ন করা হলে বর তা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। কিছুক্ষণের মধ্যেই কানাঘুষা থেকে নিশ্চিত হওয়া যায় যে পাত্রের এর আগেও বিয়ে হয়েছিল। কনে ও তার পরিবারের লোকেরা বিষয়টি জানার পর অভিযুক্ত পাত্রকে ধরতে গেলে সে হঠাৎ বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও কনের পরিবারের সূত্রে জানা যায়, কনের বাড়ির লোকেরা ঘটনাস্থলেই বরযাত্রীদের আটক করে। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের উপস্থিতিতে কনের বাড়ির লোকেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষমেশ পাত্রের ভাইকে আটক করা হয় এবং প্রতারক পাত্রের খোঁজ চলছে।
এই ঘটনাটি এলাকায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কনের পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার শোক কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং পাত্রকে খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনায় পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।