Paschim Bardhaman: তৃ়ণমূল সমর্থকদের অপহরণের চেষ্টা করল ভুয়ো পুলিশ

পুলিশের পোশাক পরে বুদবুদ কাকোড়া গ্রামে তৃণমূল কর্মীদের অপহরণ করার চেষ্টা ও গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বুদবুদের…

পুলিশের পোশাক পরে বুদবুদ কাকোড়া গ্রামে তৃণমূল কর্মীদের অপহরণ করার চেষ্টা ও গ্রামবাসীদের মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বুদবুদের কাকোড়া গ্রামে। শুক্রবার সকাল থেকে আতঙ্কিত বাসিন্দারা বুদবুদের দেবশালা পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান।

স্থানীয়দের অভিযোগ প্রায় ৩০ জনের দুষ্কৃতী দল গভীর রাতে পুলিশের পোশাক পরে তান্ডব চালায়। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীকে অপহরণ করার চেষ্টা করে। গ্রামবাসীরা মনে করেছিল তারা সকলেই পুলিশ কর্মী। দুষ্কৃতীরা তান্ডব চালিয়ে এলাকা থেকে চলে গেলে গ্রামবাসীরা বুদবুদ থানার আধিকারিককে খবর দেন। আধিকারিক স্পষ্ট জানান, বুদবুদ থানার কোনো পুলিশ বা আশেপাশের পুলিশ ওই থানায় ঢোকেনি। দুষ্কৃতীরা কারা ছিল সেই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বুদবুদের স্থানীয় বাসিন্দাদের দাবি, সবকিছু ভেঙেচুরে ফেলে ছেলেকে নিয়ে যাচ্ছে টেনে। পুলিশের জামা পড়েছিল। ওরা পুলিশ। ছটি গাড়ি করে প্রায় পঞ্চাশ জন এসেছিল। আমরা প্রতিবাদ করতে চাইলে ওরা চুপ থাকতে বলেছে। ওরা এসে কারা কটা ছেলে জিজ্ঞেস করছিল। প্রথমে না বুঝে উত্তর দিয়ে দিয়েছি। যাকে পেয়েছে তুলে নিয়ে গেছে‌। সব দরজা জানলা ভেঙে দিয়েছে। পুলিশের জামা পড়ে হাতে রুল নিয়ে এসেছিল বলে দাবি করছেন স্থানীয়রা।