Tiger 3: ক্যাটরিনার তোয়ালে পরা অ্যাকশনে আপত্তি ! মুসলিম দেশে নিষিদ্ধ সলমনের ছবি

মাত্র দুই দিন বাকি সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ মুক্তির।ইতিমধ্যেই এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে।বিশ্বজুড়ে সলমন ভক্তরা এটি দেখার জন্য মুখিয়ে…

মাত্র দুই দিন বাকি সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ মুক্তির।ইতিমধ্যেই এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে।বিশ্বজুড়ে সলমন ভক্তরা এটি দেখার জন্য মুখিয়ে আছে।এর মাঝে দর্শকদের জন্য এল মন খারাপ করা খবর। তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’।

রিপোর্ট অনুযায়ী, ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। মূলত সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এ তিন দেশের। তাদের দাবি, এ ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে।মূলত ক্য়াটরিনার তোয়ালে পরা অ্য়াকশন দৃশ্য় নিয়েই আপত্তি। তাছাড়া এই সিনেমাতে যেভাবে হিংসা দেখানো হয়েছে, তা নিয়েও আপত্তি তুলেছে দেশগুলো।

   

অগ্রিম বুকিংয়ের গ্রাফ দেখে বোঝাই যাচ্ছে বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে চলেছে ভাইজানের এ সিনেমা। এছাড়া মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে।ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শো রাখা হয়েছে সলমনের ছবির জন্য।

এ সিনেমায় সলমন খান এজেন্ট টাইগার হয়ে ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। এর আগে টাইগার বার্তা দিয়েছিলেন যে নিজেকে নির্দোষ এবং দেশপ্রেমী প্রমাণ করার জন্যই তিনি আসছেন।

টাইগার ৩ ছবিটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে এই ছবি। যশরাজ স্পাই ইউনিভার্সের আগামী ছবি হতে চলেছে এটি। এর আগে পাঠান মুক্তি পেয়েছিল যশরাজ স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে।