তেজস্ক্রিয় পদার্থ বিক্রি চক্রে জড়িত প্রাক্তন সরকারি কর্মী শ্রীরামপুরে ধৃত

তেজস্ক্রিয় পদার্থ বিক্রির চক্রের সঙ্গে জড়িত অরুণাচল প্রদেশ সরকারের প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিডিও পদে কাজ করতেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পেয়েছে…

তেজস্ক্রিয় পদার্থ বিক্রির চক্রের সঙ্গে জড়িত অরুণাচল প্রদেশ সরকারের প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিডিও পদে কাজ করতেন।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পেয়েছে পুলিশ। শনিবার রাতে হুগলির শ্রীরামপুর থানার প্রভাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, গত রবিবার রাতে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের পার বীরহাটা এলাকা থেকে একটি তেজস্ক্রিয় পদার্থ সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৯৪৩ গ্রাম ওজনের একটি তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয়। প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল এই চক্রের মাথা অন্য কেউ। সেই মতো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া তেজস্ক্রিয়টি পরীক্ষার জন্য কলকাতার ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ধৃতরা ওই পদার্থটি এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। রবিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এই তদন্তে শ্রীরামপুরের বাসিন্দা শিউজি পাণ্ডের নাম জড়িয়েছে। শনিবার শিউজির ছেলের সঙ্গে দেখা করতে প্রভাসনগরে যান অরুণাচল প্রদেশের এক অবসরপ্রাপ্ত বিডিও।সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।