একাধিক দুর্নীতির বিতর্কের আবহে শিক্ষামন্ত্রী ও সচিবকে তলব রাজ্যপালের

স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আদালতের নির্দেশে সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান…

Bratya Basu ,education secretary, Manish Jain

স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আদালতের নির্দেশে সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এরই মধ্যে আজ রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং শিক্ষাসচিব মনীশ জৈনকে (Manish Jain) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সূত্রের খবর, শিক্ষা প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেবিষয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে বিরাট দুর্নীতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। যদিও শিক্ষামন্ত্রীকে তলবের ব্যাপারে রাজভবনের তরফে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হাজিরা দিতে হয় প্রাক্তন উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের। একইসঙ্গে মেয়ের নিয়োগ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকি পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআর দায়ের হয়েছে পাঁচ আধিকারিকদের বিরুদ্ধে।

গোটা বিষয়টিতে রীতিমতো চাপে শাসক দল। এরই মধ্যে রাজ্যপালের তলব শাসক দলের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।