Pak Spy In Indian Army: সেনায় পাক নাগরিক কাজ করছে মামলায় অভিযোগকারীর খুনের আশঙ্কা

প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভুয়ো নথি নিয়ে ব্যারাকপুরের সেনা ছাউনিতে কাজ পেয়েছেন (Pak Spy In Indian Army) দুই পাকিস্তানি নাগরিক। এই অভিযোগে মামলা করা ব্যক্তি…

10 questions MPs can raise in Parliament on Israeli spyware Pegasus and surveillance

প্রশাসনের চোখে ধুলো দিয়ে ভুয়ো নথি নিয়ে ব্যারাকপুরের সেনা ছাউনিতে কাজ পেয়েছেন (Pak Spy In Indian Army) দুই পাকিস্তানি নাগরিক। এই অভিযোগে মামলা করা ব্যক্তি বিষ্ণু চৌধুরী এখন ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়।

পাকিস্তানি দুই নাগরিকের ভুয়ো নথি দ্বারা ব্যারাকপুরের সেনা ছাউনিতে কাজ করার এই বিস্ফোরক মন্তব্য করে বিষ্ণু চৌধুরী কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই ব্যক্তিকে এখন দুষ্কৃতীরা অনুসরণ করছেন এবং মারার চেষ্টা করছেন। রয়েছে তার প্রাণনাশের আশঙ্কা। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও ভাবছেন।

বিষ্ণু চৌধুরি জানিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা ভয় পাচ্ছে যে তাদের পেছনেও আরও কিছু মাথা রয়েছে তাদের পর্যন্ত যেন হাত না যায় তাই আগে আমাকে শেষ করে দেবে ওরা।

মামলাকারী ব্যক্তি আরো বলেন, “সিবিআইয়ের কাছে আমি আগেই লিখিত চিঠি দিয়েছি। এবার একটি চিঠি আমাদের মুখ্যমন্ত্রীকে পাঠাব।

২ আগস্ট হুগলীর ত্রিবেণীর শিবপুরের বাসিন্দা বিষ্ণু চৌধুরীর করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত দেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত সিবিআইকে এফআইআর করার নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি বলেন, অন্য রাজ্যেরও তদন্তের প্রয়োজন থাকতে পারে। ইন্টারপোলের সাহায্য প্রয়োজন হতে পারে। এ বিষয়ে সিবিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, মূলত CAPF বা আধাসামরিক বাহিনীর নিয়োগ প্রক্রিয়া ঘিরেই এই অভিযোগ। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে পশ্চিমবঙ্গের কাট অফ মার্কস কম। তাই এখান থেকে আবেদনের প্রবণতা বেশি। মাধ্যমিকের শংসাপত্র পর্যন্ত জাল করা হয়েছে। মামলাকারিকে পুলিশি নিরাপত্তা দিতে হবে। কিন্তু বাড়ির বাইরে অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিষ্ণু চৌধুরী।