তথ্য বিকৃতির আশঙ্কায় এসএসসি ভবনের ইন্টারনেট পরিষেবা কাটল সিবিআই

আদালতের নির্দেশে এসএসসি (SSC) ভবন কার্যত দূর্গে পরিণত হয়েছে। সবর্দা প্রহরায় রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। সেইসঙ্গে আদালতের নির্দেশে বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া বাকি সকলেরই প্রবেশে নিষেধাজ্ঞা…

school service commission office kolkata

আদালতের নির্দেশে এসএসসি (SSC) ভবন কার্যত দূর্গে পরিণত হয়েছে। সবর্দা প্রহরায় রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। সেইসঙ্গে আদালতের নির্দেশে বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া বাকি সকলেরই প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাইরে থেকে কম্পিউটার অ্যাক্সেস করে কেউ তথ্য বিকৃতি করতে পারে। তাই সমস্ত ইন্টারনেট পরিষেবা কেটে দিল সিবিআই।

বাইরে থেকে কেউ যাতে না কোনওভাবে নথির বিকৃতি করতে পারে, সেজন্য এসএসসি ভবনের সার্ভার রুমের সমস্ত ইন্টারনেট কানেশন বন্ধ করে দিলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের সন্দেহ, আদালতের নির্দেশ ছাড়া কেউ এসএসসি ভবনের ভিতর প্রবেশ করতে পারবেন না ঠিকই। কিন্তু কেউ যাতে বাইরে থেকে তথ্য বিকৃত যাতে না করতে পারে, সেইজন্যই এই পদক্ষেপ নিল সিবিআই।

এছাড়াও সিবিআই সূত্রে খবর, একটি রুমের মধ্যে ১৪ টি কম্পিউটার ছিল সেটা সিল করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ৬ টি আলমারি। সেখানে প্রচুর নথী রয়েছে বলেই মনে করা হচ্ছে।

স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগের পরেই তথ্য বিকৃতি হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরী প্রার্থীরা। দ্রুত কেন্দ্রিয় বাহিনী মোতায়েনের দাবীতে রাতে শুরু হয় মামলার শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন সাফ নির্দেষ দেন সিবিআই আধিকারিক ছাড়া এসএসসি ভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সেদিন মধ্যরাত থেকে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এসএসসি ভবনে।