Cattle smuggling: অনুব্রতর মামলা লড়াইয়ে টাকা জোগানো আইসিকে তলব

এবার গরু পাচার মামলায় (Cattle smuggling) সিউড়ির আইসিকে তলব করল ইডি (Enforcement Directorate)৷ সূত্রে খবর, শনিবার আইসি মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে।

IC Muhammad Ali and Anubrata Mondal in a photo together

এবার গরু পাচার মামলায় (Cattle smuggling) সিউড়ির আইসিকে তলব করল ইডি (Enforcement Directorate)৷ সূত্রে খবর, শনিবার আইসি মহম্মদ আলিকে হাজিরা দিতে বলা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে। এর আগে আসানসোল সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে তলবের পর এবার আরও এক পুলিশ অফিসারকে তলব করা হয়েছে।

সূত্রের খবর, আইসি মহম্মদ আলির বিরুদ্ধে অভিযোগ, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের হয়ে যে সমস্ত প্রথম সারীর আইনজীবী সওয়াল জবাব করেছিলেন, তাঁদের অর্থ জুগিয়েছিলেন তিনি৷ সম্ভবত, এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই তলব করা হয়েছে তাঁকে।

এর আগে গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ পায় তদন্তকারী সংস্থা৷ সেই সম্পত্তির সহ একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে৷ তারপরেও অনুব্রত মণ্ডল প্রথম সারীর আইনজীবীদের পিছনে বিপুল অঙ্কের টাকা খরচ করছেন কীভাবে? সেখানে টাকার অঙ্ক প্রায় কয়েক কোটি। সেই উত্তরের খোঁজ পেতেই এবার আইসিকে তলব।

অন্যদিকে, আগামী ৫ এপ্রিল আসানসোলের জেল সুপারিন্টেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করা হয়েছে৷ তাঁরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি চেয়ে পাঠানো হয়েছে৷ যদিও তিনি জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েই পরবর্তী পদক্ষেপ নেবেন৷