আমি চাই সকলে ভালো থাকুন। সকলের আচ্ছে দিন আসবে। তবে সেটা ঝুটা আচ্ছে দিন নয়। আমি চাই আচ্ছে দিন সাচ্চে দিনকে সাথ আয়ে। ঈদের দিন সকালে রেড রোড থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশের বর্তমান অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে একসঙ্গে মিশেমিশে থাকতে জানে সবাই। এখানে সবাই সমান। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমোর বার্তা, দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।
মমতার বার্তা, যতদিন বেঁচে থাকব, ততদিন আমার জীবন মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায়ের জন্য লড়ে যাবে। সে যে ধর্মই হোক না কেন, আমি মাথা ঝোঁকাতে রাজি নই। বাংলা শান্তির পথ দেখাবে সংহতির পথ দেখাবে। তবে দেশে যা চলছে ঠিক নয়। বিভাজনের রাজনীতি ঠিক নয়।