নদিয়ার হাঁসখালির ধর্ষণ ও দেহ পুড়িয়ে (Hanskhali Rape) দেওয়ার ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার তাঁর শাস্তির দাবীতে সরব হলেন মেয়ে সঙ্গীতা গয়ালি৷ সঙ্গীতার দাবি, শুধু ভাই কেন, বাবা দোষী প্রমাণ হলে শাস্তি চাই।
বাবা এবং ভাই সম্পর্কে তাঁর বক্তব্য, আমি সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। ভাই কী করেছে আমি বলতে পারব না। যদি প্রমাণিত হয় আমার বাবা দোষী তাহলে তাঁরও শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, বাবা নির্দোষ। রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে। ঘটনার সঙ্গে বাবা কোনও ভাবেই জড়িত নয় বলে জানিয়েছেন তিনি।
সঙ্গীতার কথায়, ওই দিন তাঁর ভাই কোথায় গিয়েছিল সেটা বাবা কী করে জানবে। ভাই ব্রজ সেদিন রাত ৮ টার মধ্যে বাড়ি ফিরেছিল বলে দাবি করছেন তিনি।
৪ এপ্রিল হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে৷ প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় নাবালিকার। অভিযোগ, চাপ দিয়ে নাবালিকার দেহ দাহ করানো হয়েছে৷ ঘটনায় ব্রজ সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ লোপাটের অভিযোগে তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার করেছে সিবিআই।