East Bengal : বকেয়া মাইনে দেবে কে? এখনও নেই উত্তর

ফুটবলারদের বকেয়া বেতন নিয়ে কাটছে না সমস্যা। শ্রী সিমেন্টের সঙ্গে এ বিষয়ে এখনও কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। সমস্যা না মিটলে আগামী মরশুমেও সমস্যা।…

East Bengal

ফুটবলারদের বকেয়া বেতন নিয়ে কাটছে না সমস্যা। শ্রী সিমেন্টের সঙ্গে এ বিষয়ে এখনও কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। সমস্যা না মিটলে আগামী মরশুমেও সমস্যা।

সংবাদ মাধ্যমে প্রকাশ, প্রাক্তন ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে যোগাযোগ করছে ক্লাব। কোম্পানিকে পাঠানো হয়েছে মেইল। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া যে ফুটবলারদের বকেয়া বেতনের বিষয়ে সিমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর উত্তরে শ্রী সিমেন্ট কী জানাবে এখন সেটাই দেখার। কারণ ফুটবলারদের বকেয়া না মিটিয়ে দেওয়া পর্যন্ত আগামী মরশুমেও লাল হলুদ ক্লাব সমস্যার জর্জরিত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: East Bengal : উত্তরবঙ্গ থেকে উঠতি ফুটবলার বাছাই করবেন দুই প্রাক্তন ফুটবলার

ফুটবলারদের বেতন সমস্যা প্রসঙ্গে দেবব্রত সরকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক’টা টাকার ব্যাপার। এরপর ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের সঙ্গে কথা বলা হয়েছিল বলে ফুটবল মহলে শোনা গিয়েছিল। বকেয়া বেতনের পরিমাণ যাতে কিছুটা কমানো যায় সে ব্যাপারে বেছে নেওয়া হয়েছিল মৌখিক উপায়। এই পথে ক্লাব কর্তারা কতোটা এগোতে পেরেছেন সে বিষয়ে পরবর্তী কোনো আপডেট জানা যায়নি। সর্বোপরি ইস্টবেঙ্গলের প্রাক্তন এগারোজন ফুটবলারের বেতন সমস্যা যে এখনও রয়েছে এটা ভাবনার বিষয়।

কেভিন লোবো ৪১ লক্ষ টাকা, রিনো অ্যান্টো ২৬ লক্ষ টাকা, সিকে বিনিথ ২১ লক্ষ টাকা, ইউজেনসিং লিংদো ২১ লক্ষ টাকা, কিগান পেরেইরা ১৬.৮০ লক্ষ টাকা, অনীল চভন ১০.২৮ লক্ষ টাকা এবং গিরিক খোসলা ৬.৩০ লক্ষ টাকা এখনও পাবেন। সব মিলিয়ে বকেয়া ১.৪২ কোটি টাকা।