EId: উৎসবে তৃণমূলের কার্যালয় উদ্বোধন ‘সন্ত্রাস’ ইস্যুতে বিরোধী বিজেপি-বামের কর্মসূচি

পালিত হচ্ছে পবিত্র (Eid) ঈদ। একইসঙ্গে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। এদিনেই নতুন দলীয় অফিসের সুচনা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। উৎসবের দিনেই রাজ্যে ইস্যু জাগিয়ে রাখতে…

pim focus on various political issues

পালিত হচ্ছে পবিত্র (Eid) ঈদ। একইসঙ্গে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। এদিনেই নতুন দলীয় অফিসের সুচনা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। উৎসবের দিনেই রাজ্যে ইস্যু জাগিয়ে রাখতে চায় বিজেপি এবং সিপিআইএম। চলছে তাদেরও রাজনৈতিক কর্মসূচি।

ঈদের দিন সকালেই আমতা উপস্থিত হবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ‘খুন হয়ে যাওয়া’ ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সিপিআইএমের দাবি, সদ্য ছেলেকে হারিয়ে শোকাহত পরিবারটি। তাই উৎসবের দিনে পাশে থাকা।

গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই ঘটনা আদালতে বিচারাধীন। চলছে তদন্ত। এমত অবস্থায় পরিবারের পাশে থাকতে চায় সিপিআইএম। যদিও আনিস খানের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়েছেন শাসকদলের নেতা মন্ত্রীরা।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ফেসবুক পোস্টে লেখেন, “খুশির উৎসব, মিলনের উৎসব। কিন্তু আনিস খানের পরিবার এই দিনটি শোকাহত হয়ে কাটাতে বাধ্য হবে। কোন খুশি আনিসের শোকাচ্ছন্ন বাবাকে তাঁর সন্তানকে হারানোর বেদনা থেকে মুক্তি দেবে? আনিস খান হত্যার ইনসাফ লড়াই করে আদায় করে নেওয়ার শপথ জোরালো করতে আগামীকাল ঈদের সকালে আমি শোকাহত শহীদ পরিবারের সঙ্গে থাকবো, পাশে থাকবো।”

ঈদের দিনেই এদিনেই গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসছে বিরোধী দল বিজেপি৷ এদিন অনশনে বসবেন বিজেপির জনপ্রতিনিধিরা। দলীয় নিহত কর্মীদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের জন্য কলকাতার পথচারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবেন তাঁরা। ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে মিছিলের পর আবারও সরব হচ্ছে গেরুয়া শিবির।