Egra Blast: ফের এগরায় বিস্ফোরণ! বাজি নাকি বোমা? তদন্তে পুলিশ

এগরা: এগরায় খাদিকুল ভয়াবহ বিস্ফোরণের পর, বর্তনা গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল। বাড়ির বাস্তুতে বেড়া করার সময় টিনের কৌটায় হাত লেগে ঘটল বিপত্তি। কৌটার মধ্যে…

এগরা: এগরায় খাদিকুল ভয়াবহ বিস্ফোরণের পর, বর্তনা গ্রামে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল। বাড়ির বাস্তুতে বেড়া করার সময় টিনের কৌটায় হাত লেগে ঘটল বিপত্তি। কৌটার মধ্যে মজুত থাকা বোমা বিস্ফোরণের উড়ে গেল হাত। চোখ ও মুখএকেবারেই রক্তাক্ত। গুরুতর জখম হলেন এক ব্যাক্তি।

রবিবার বেলা ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে। বোমা বিস্ফোরণের ঘটনার পর নতুন করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর পরিদর্শনের যান এগরা থানার আইসি স্বপন গোস্বামী সহ বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরণে রক্তাক্ত জখম ওই ব্যক্তিকে প্রথমে এগরা সুপার ফেসিলিটি হাসপাতাল, পরে কলকাতায় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূএে জানাগেছে, এগরা ১ ব্লকের বর্তনা গ্রামের বাসিন্দা শেখ রেজা উদ্দিন (৫৫) রবিবার সাত সকালে কাজে বেরিয়ে ছিলেন। এদিন সকাল ১০ টা নাগাদ নিজের জায়গায় রাস্তার পাশে বাঁশের বেড়া করছিলেন শেখ রাইজুদ্দিন। ঠিক সেই সময় ঘটলো ভয়ঙ্কর বিপত্তি। হঠাৎই শেখ রেজা উদ্দিনবাবুর হাতে একটা কৌটা লাগার সঙ্গে সঙ্গেই ঘটে বোমা বিস্ফোরণ।

মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে উড়ে গেল হাত। বাঁশের বেড়ায় ঝুলছে আঙুল। একটা চোখ একেবারেই নষ্ট। মুখমণ্ডল-সহ গোটা শরীর গুরুতর জখম। এখনও সবুজ ঘাসের উপরে পড়ে রয়েছে রক্তের দাগ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের পিণ্ড। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কোলকাতায় হাসপাতালের স্থানান্তরিত করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী-সহ তদন্তকারী পুলিশ আধিকারিকেরা।পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন ” এগরায় বিস্ফোরণ ঘটনা ঘটেছে। ঠিক কি কারনে এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আগে বলা সম্ভব হয়ে উঠছে না “।

স্থানীয় এলাকার বাসিন্দা সালমা বিবি বলেন ” কাজ করার সময় হঠাৎই ঘটল বিপত্তি। এর আগে এই এলাকায় কখনোই এমন ঘটেনি। তবে গোটা ঘটনার সিবিআই তদন্ত হোক এটাই আমরা চাইছি “।

পরিবারে এক সদস্য বলেন ” সকালে উঠে আমার কাজের জন্য মাঠে গিয়েছিলাম। কাকু বাড়িতে বেড়া দেওয়া কাজ করছিল। বোমার আওয়াজ করে ছুটে আসি। ওখানে দেখি, কাকুর একটা হাত উড়ে গেছে চোখে নষ্ট হয়ে গেছে। গাড়ি ঠিক করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তদন্তের জন্য পুলিশ ও প্রশাসনকে অনুরোধ করবো “।

এগরা বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা বলেন ” এগরায় বর্তন গ্রামের বাড়ীর বাস্তুতে বেড়া দেওয়ার সময় কৌটা খুলতেই বিস্ফোরণ ঘটে। এর ফলে হাত পুড়ে গেছে ও চোখে আঘাত পেয়েছেন। এলাকার পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীরা হাসপাতালে দিয়ে গেছে চিকিৎসার জন্য। এগরায় খাদিকুলে সঙ্গে তুলনা করলে হবে না, কারণ কেউবা কারা এখানে বোমা গুলি লুকিয়ে রেখেছিল। পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে এসেছেন। গোটা ঘটনা তদন্তের জন্য অনুরোধ করবো “।