Kaku of Kalighat: নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক-ঘনিষ্ঠ কালীঘাটের কাকুকে তলব ইডির

81
Kaku of Kalighat

আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই জেরা করেছে। তাঁকে ফের জেরায় ডাকার সম্ভাবনা বলেই মনে করছেন বিশিষ্ট আইনজীবীরা। অভিষেকের জেরার দিন তার ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র (Kaku of Kalighat) ঠিকানায় তল্লাশি করেছিল ইডি।

সেই সূত্রে তাকে জেরায় ডাকা হল। ‘কালীঘাটের কাকু’কে নোটিস পাঠিয়েছে ইডি। এতে বলা হয়েছে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে হবে।

ইডি সূত্রে খবর, তল্লাশিতে গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে। সেই ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখেই জেরা করা হবে।

নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। তিনি দাবি করেন, কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হতো বলেই জানিয়েছিলেন কুন্তল ঘোষ। এরপর কু্ন্তল দাবি করে তাকে দিয়ে জোর করিয়ে অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশে অভিষেককে জেরা করেছে সিবিআই। এবার ইডি জেরার মুখে তার সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ।