Egra Blast: এগরা বিস্ফোরণের পর যাচ্ছেন মমতা, গ্রামবাসীরা বলছেন ‘তৃণমূল চোর’

তৃণমূল কংগ্রেস (TMC) প্রতিনিধিরা শুনেছিলেন ‘চোর চোর’ ধ্বনি। তারা কোনওরকমে তএগরার খাদিকুল গ্রামের বিস্ফোরণস্থল ছেড়ে চলে আসেন। (Egra Blast) সেই স্থানে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল…

Minister expresses anger over missing photo of Mamata Banerjee at tribal event

তৃণমূল কংগ্রেস (TMC) প্রতিনিধিরা শুনেছিলেন ‘চোর চোর’ ধ্বনি। তারা কোনওরকমে তএগরার খাদিকুল গ্রামের বিস্ফোরণস্থল ছেড়ে চলে আসেন। (Egra Blast) সেই স্থানে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের জন্য পুরো এলাকায় থাকছে নিরাপত্তাপ কড়া বলয়।

মমতার সফরের জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। কলকাতা থেকে হেলিকপ্টারে খাদিকুল গ্রামের কাছে নামবেন মমতা। সেখান থেকেই তিনি বিস্ফোরণস্থলে যাবেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নবান্ন সূত্রে খবর,  পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী  পশ্চিম মেদিনীপুরের শালবনীতে দলীয় নবজোয়ার কর্মসূচিতে অংশ নেবেন।সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ১৬ মে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এই কারখানার মালিক তৃণমূল নেতা ভানু বাগ ওড়িশায় পালিয়েছিল। সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

এগরা বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন,স্থানীয়রা সাহারা গ্রামপঞ্চায়েতে লোক ভাঙিয়ে বিজেপি দখল করেছে। আর বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে আর্থিক সাহায্য করা হবে বলে জানান। তীব্র রাজনৈতিক বিতর্কের মাঝে খাদিকুল গ্রাম পরিদর্শন করেন জেলা সিপিআইএম নেতারা। তাদের সামনেও গ্রামবাসীরা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

শনিবার খাদিকুল গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।এগরা বিস্ফোরণ পরবর্তী সময়ে বারবার বিস্ফোরণ হয়েছে একাধিক জেলায়।