ED: দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি, চিন্তিত মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। এমন দিনে দুর্নীতির কালো মেঘ যেন ঘনিয়ে এলো খোদ খাদ্যমন্ত্রীর বাড়ির উপর। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ঢুকল ইডি।…

বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। এমন দিনে দুর্নীতির কালো মেঘ যেন ঘনিয়ে এলো খোদ খাদ্যমন্ত্রীর বাড়ির উপর। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ঢুকল ইডি। বৃষ্টির মধ্যেই চলছে ED তল্লাশি অভিযান। মন্ত্রী হবার আগে তিনি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। এই পুরসভার নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্তে ইডি তল্লাশি চলছে মন্ত্রীর ঘরে। একই সাথে আরও ১০ জায়গায় চলছে অভিযান।

মধ্যমগ্রাম সরগরম। জানা গিয়েছে এদিন ভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পর আসেন ইডি অফিসাররা। তারা মন্ত্রীর বাড়িতে ঢুকে শুরু করেন তল্লাশি।মন্ত্রীর ঘরে ইডি ঢুকেছে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতারা দ্রুত যোগাযোগ করেন উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বের সাথে। ইডি অভিযানের কথা দলীয় সূত্রে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তিনি ২০১১ সালে মধ্যমগ্রাম থেকে বিধায়ক হন। অভিযোগ, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষ জড়িত বলে অভিযোগ।

এদিনই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন। যদিও রাজ্যপাল নেই। অভিষেক ও তাঁর স্ত্রী ও মুখ্যমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের জেরা করতে ইডি তলব করেছে। তাঁরা সপরিবারে জেরায় হাজিরা দেবেন কিনা তা স্পষ্ট নয়। তবে অভিষেকের রাজভবন অভিযানের দিন খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি হানায় সকাল থেকে সরগরম রাজ্য। ইডি সূত্রে খবর বেআইনি নিয়োগ প্রক্রিয়ায় জড়িত অয়ন শীলের সংস্থায় তল্লাশির পরে মন্ত্রী রথীন ঘোষের নাম এসেছে। সেই কারণে তল্লাশি।