ED: খাদ্যমন্ত্রীর ঘরে ইডি তল্লাশি, চালাক লোক বলছে বিরোধীরা

প্রায় আট ঘন্টা হতে চলল বর্তমান খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির অভিযান চলছে। মধ্যমগ্রাম পৌরসভার তিনবারের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের পর থেকে যে নিয়োগ হয়েছিল তা অয়ন…

প্রায় আট ঘন্টা হতে চলল বর্তমান খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির অভিযান চলছে। মধ্যমগ্রাম পৌরসভার তিনবারের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের পর থেকে যে নিয়োগ হয়েছিল তা অয়ন শীলের কোম্পানি দ্বারা নিয়োগ হয়। মূলত অয়ন শীলের সংস্থা থেকে কোনো রেফারেন্সের মাধ্যমে নিয়োগ হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমরা সারদা নারদার কথা ভুলে যায়নি। দোষীরা শাস্তি পাক, কে আসল দোষী জণগণের সেটা জানা দরকার। তৃণমূল দুর্নীতি গুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার চেষ্টা করেছিল, তাই দুর্নীতির মাথাগুলোকে জনসমক্ষে আনা দরকার। তদন্ত প্রক্রিয়া এখন কোথায় তাও জানতে চেয়েছেন নওশাদ।

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পৌরসভাগুলির চাকরি বিক্রি করেছে তৃণমূল। রথীণ ঘোষ চালাক লোক, অন্তত সহজ সরল জীবনযাপন করার চেষ্টা করেন। কিন্তু ইডির চোখে ধূলো দিতে পারেনি।”

প্রসঙ্গত, আজ সাত সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেয়। তার মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গেছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। পুর নিয়োগ তদন্তে গ্রেফতার হওয়া অয়ন শীলের বয়ানে প্রথম নাম উঠে আসে মন্ত্রীর বলে দাবি ইডির।

মধ্যমগ্রাম সরগরম। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পর আসেন ইডি অফিসাররা। তারা মন্ত্রীর বাড়িতে ঢুকে শুরু করেন তল্লাশি।মন্ত্রীর ঘরে ইডি ঢুকেছে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতারা দ্রুত যোগাযোগ করেন উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্বের সাথে। ইডি অভিযানের কথা দলীয় সূত্রে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।