North Bengal: সীমার পর নেপাল হয়ে ‘চিকেন নেকে’ ঢুকে পড়া চিনা নাগরিক গ্রেফতার

বিহারের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ সংলগ্ন পশ্চিমবঙ্গের (North Bengal) খড়িবাড়ি থানার অধীনে এসএসবি-এর ৪১ তম ব্যাটালিয়নের জলের ট্যাঙ্ক সদর দফতরের অধীনে ভারত-নেপাল সীমান্তে নিযুক্ত বিআইটি কর্মীরা একজন চিনা নাগরিককে আটক করেছে।

Chinese Citizen Arrested

বিহারের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ সংলগ্ন পশ্চিমবঙ্গের (North Bengal) খড়িবাড়ি থানার অধীনে এসএসবি-এর ৪১ তম ব্যাটালিয়নের পানিট্যাঙ্কি সদর দফতরের অধীনে ভারত-নেপাল সীমান্তে নিযুক্ত বিআইটি কর্মীরা একজন চিনা নাগরিককে আটক করেছে। আটক ৪০ বছর বয়সী চিনা নাগরিকের নাম ইয়ংজিন পেং বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Seema Haider: ATS-এর সামনে একগুচ্ছ গোপন কথা ফাঁস করল সীমা

প্রাপ্ত তথ্য অনুসারে, এসএসবি ৪১ তম ব্যাটালিয়নের পানিটাঙ্কি ইন্দো-নেপাল সীমান্তে নিযুক্ত বিআইটি কর্মীরা একজন ব্যক্তিকে থামিয়ে তাকে রুটিন চেকিংয়ের সময় তার আই-কার্ড দেখাতে বলে, তখনই সেই ব্যক্তিকে আই-কার্ড দেখাতে না পারার কারণে তল্লাশি করা হয়েছিল। 

তল্লাশিকালে ওই ব্যক্তির কাছ থেকে নেপাল ও চিনের পাসপোর্ট ছাড়াও আরও অনেক নথি উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ৪৬ হাজার ৮শত ষাট টাকা নেপালি, ৬৩৩০ টাকা ভারতীয় ও ডলার উদ্ধার করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আটক যুবককে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য খড়িবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে খড়িবাড়ী থানা পুলিশ আগাম তৎপরতায় ব্যস্ত।

আরও পড়ুন: Seema Haider Love Story: সকালের ফ্লাইটে ভারত ছাড়বে সীমা, অপেক্ষায় থাকবে শচীন!

নেপাল সীমান্ত থেকে বিদেশি নাগরিকদের ক্রমাগত গ্রেফতার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ছয় মাস আগে নেপাল সীমান্ত থেকে এক পাকিস্তানি নারীকে আটক করে এসএসবি দল কিষাণগঞ্জ থানায় সোপর্দ করে। জাল কাগজপত্রে বিমান ভ্রমণে সীমান্ত এলাকা থেকে ধরা পড়ে সে বর্তমানে কিষাণগঞ্জ জেলে বন্দি রয়েছে। আবারও জাল কাগজপত্রে গ্রেপ্তার বড় প্রশ্ন তুলেছে এবং কেন্দ্রীয় সংস্থাকে সতর্ক থাকতে হবে যাতে এলাকায় কোনও বড় ঘটনা না ঘটে।