TMC: ২১ জুলাই মঞ্চে বাইশের ভয়, কাল কী হবে ভাবছেন তৃণমূল নেতারা

‘২১ জুলাই শহিদ দিবস’ থেকে INDIA জোটের পক্ষে সওয়াল করবেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকেই নজর রেখে এবারে ২১ জুলাই সমাবেশ থেকে…

‘২১ জুলাই শহিদ দিবস’ থেকে INDIA জোটের পক্ষে সওয়াল করবেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকেই নজর রেখে এবারে ২১ জুলাই সমাবেশ থেকে বার্তা দেবেন তিনি। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপত্রের শীর্ষ সংবাদ শিরোনাম ‘আসুন, ইন্ডিয়াকে জয়যুক্ত করি’-লিখেছেন (Mamata Banerjee) মমতা।

এদিকে রাজনৈতিক মহলের আলোচনা, সমাবেশের আগে তৃণমূল দলীয় নেতাদের প্রায় সবাই চিন্তিত। গতবারের কথা উঠছে প্রতি মুহূর্তে। আলোচনা উঠলেই আঁতকে উঠছেন নেতারা। গতবছর একুশে জুলাই সমাবেশের পরেই নিয়োগ দুর্নীতির তদন্তে ততকালীন টিএমসি মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী সহ গ্রেফতার হন। টাকার পাহাড় উদ্ধার হতে থাকে। সেই তদন্তের রেশ ধরে একাধিক টিএমসি বিধায়ক, শিক্ষা দফতরের আমলা, প্রাক্তন অফিসাররা হেফাজতে আছেন।

   

নিয়োগ দুর্নীতি, গোরু পাচার, কয়লা পাচার সহ বিভিন্ন ইস্যুতে জর্জরিত শাসকদল তৃণমূল। জেরা এড়িয়েছেন মন্ত্রী মলয় ঘটক। আইনজীবীরা বলছেন, ফের জেরার মুখোমুখি হতে পারেন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও অনেকে আছেন দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরে। তারা কি গতবারের মতো এবারও একুশের পরেই বিশেষ সক্রিয় হবে? একুশ জুলাই সমাবেশে জমাট হয়ে আছে বাইশের ভয়।

পঞ্চায়েত নির্বাচনে শাসকদল বিপুল জয় পেয়েছে। তবে ভোট লুঠ ও রক্তাক্ত পরিবেশে রাজ্য সরগরম। ভোটের ফলাফলে স্থগিতাদেশ দিয়েছে আদালত। এর জেরে প্রবল অস্বস্তিতে তৃণমূল। পঞ্চায়েত ভোটের পর ২১ জুলাই সমাবেশে যোগ দিতে জেলাগুলি থেকে এসেছেন সমর্থকরা।