TMC: রাজ্যপাল বিহীন রাজভবনে তৃণমূলের অভিযান, বাম কটাক্ষ ‘মোদী-দিদি সেটিং’

শাসক দল তৃণমূলের (TMC) রাজভবন অভিযান। কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যের জন্য বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অবস্থানে দিল্লি পুলিশের বাধা দানের সময় দলটির সাধারণ সম্পাদক অভিষেক…

শাসক দল তৃণমূলের (TMC) রাজভবন অভিযান। কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যের জন্য বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অবস্থানে দিল্লি পুলিশের বাধা দানের সময় দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এবার কলকাতায় রাজভবন ঘেরাও হবে। সেই কর্মসূচিতে বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযান। টিএমসি সূত্রে খবর ৪০ জন প্রতিনিধি দল তারা রাজ্যপালকে স্মারকলিপি জমা দেবে‌। কিন্তু রআজ্যপাল উত্তরবঙ্গে, সেখানকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে‌। তবে কার কাছে স্মারকলিপি জমা দেবে‌ এই নিয়ে ধন্ধ রয়েছে।

রবীন্দ্র সদন থেকে মিছিলে বহু তৃণমূল সমর্থক উপস্থিত হতে শুরু করেছেন রবীন্দ্র সদনের সামনে। তাদের দাবি তাদের প্রাপ্য টাকা অবিলম্বে কেন্দ্র সরকারকে দিতে হবে। ১০০ দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা চেয়ে রাজভবন অভিযান। দীর্ঘ দুই বছর ধরে একশো দিনের কাজ বন্ধ। রাজ্যের দাবি ২ লক্ষ ৬৫ হাজার টাকা কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া। এই দাবিতেই দিল্লি গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আরও অনেকে।

তবে তৃণমূলের জমায়েত ও রাজভবন অভিযান কটাক্ষ করেছে সিপিআইএম। বাম শিবিরের সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান। সেখানেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিজেপির প্রশয় দিয়েই টিকে রয়েছে তৃণমূল, আমাদের পূর্ব ঘোষিত মিছিলের দিনেই কেন রাজভবনে যাচ্ছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই তো রক্ষাকবচ নিচ্ছেন।

বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় তৃণমূলের রাজভবন অভিযান। রাজ্যপাল না থাকলেও পূর্বঘোষিত কর্মসূচিতে অনড় তৃণমূল কংগ্রেস। বেলা ৩টে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকেই মোহরকুঞ্জ ও অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে জড়ো হয়েছেন ঘাসফুলের কর্মী-সমর্থকেরা। জমায়েতে হাজির ওমপ্রকাশ মিশ্র-সহ শাসক-ঘনিষ্ঠ প্রাক্তন উপাচার্যরাও। এ দিনের কর্মসূচিতে যোগ দিতে এসেছেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পালও।

মঙ্গলবার দিল্লিতে কৃষিভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আটক করে মুখার্জিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। রাতে সেখান থেকে ছাড়া পাওয়ার পরেই অভিষেক রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন। তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বুধবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু রাজভবন জানায়, রাজ্যপাল কলকাতায় নেই। ফের তৃণমূলের তরফে একটি চিঠি দিয়ে বলা হয়, বোস কলকাতায় ফেরার পর তাদের একটা সময় দেওয়া হোক। তখনই তৃণমূলের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যা বলার বলবে। তার জবাবেই রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধিদলকে উত্তরবঙ্গে গিয়ে দেখা করার কথা বলছেন বলে দাবি ডেরেকের।

আজ ইলিয়ট পার্কের সামনে থেকে শুরু করে রাজভবনের উত্তর গেট পর্যন্ত মিছিল করবে তৃণমূল। কিন্তু রাজ্যপাল রাজভবনে না-থাকায় তাঁর সঙ্গে অভিষেকদের দেখা হবে না।