সাতসকালে দুর্নীতিকাণ্ডে কলকাতায় জোড়া হানা ED-র

লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে সক্রিয় হয়ে উঠল ইডি (ED)। আবারও একবার অস্বস্তিতে পরল বাংলার শাসক দল তৃণমূল। ফের একবার শিরোনামে উঠে এসেছে শিক্ষক নিয়োগ…

লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে সক্রিয় হয়ে উঠল ইডি (ED)। আবারও একবার অস্বস্তিতে পরল বাংলার শাসক দল তৃণমূল। ফের একবার শিরোনামে উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা।

জানা গিয়েছে, আজ শুক্রবার পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় অভিযান অব্যাহত রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালালো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে সকলের মধ্যে।  আজ সাতসকালে নিউ টাউন সহ বাংলার বেশকিছু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এদিকে ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। 

নিউটাউন তো রয়েইছেই, পাশাপাশি নাগেরবাজারেও তল্লাশি চলছে ইডির বলে খবর। নিউটাউনের পাথরঘাটায় অভিযানে ইডির টিম। এক প্যারা টিচারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে নাগেরবাজারের এক অভিযাত আবাসনেও শুরু হয়েছে তল্লাশি অভিযান।