Congress: ভোটের আগে এবার মাস্টারস্ট্রোক কংগ্রেসের, যুবকদের নিয়োগের আশ্বাস

লোকসভা ভোটের আগে এবার মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস (Congress)। দেশের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কংগ্রেস ‘যুব ন্যায়’ নামে একটি ইস্তেহার প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় ইস্তেহার প্রকাশ…

লোকসভা ভোটের আগে এবার মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস (Congress)। দেশের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কংগ্রেস ‘যুব ন্যায়’ নামে একটি ইস্তেহার প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় ইস্তেহার প্রকাশ করে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) লিখেছেন, “২০২৪ সালে কংগ্রেস সরকার গঠনের সাথে সাথেই দেশের যুবকদের নিয়োগের আশ্বাস দিয়ে কর্মসংস্থান বিপ্লব শুরু হবে।”

দেশের কোটি কোটি যুবকদের জন্য কংগ্রেস পাঁচটি বড় ঘোষণা করছে। এর মধ্যে প্রথমটি হল নিয়োগ ভরসার ঘোষণা, যার আওতায় কেন্দ্রীয় সরকারের প্রায় ৩০ লক্ষ শূন্য পদে দেশের যুবকদের নিয়োগের নিশ্চয়তা দেওয়া হবে। দ্বিতীয় গ্যারান্টি হবে প্রথম চাকরি। এর আওতায় ২৫ বছরের কম বয়সী শিক্ষিত যুবক-যুবতীদের বার্ষিক ১ লক্ষ টাকা অর্থাৎ মাসে ৮,৫০০ টাকা চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। এর জন্য সরকার শিক্ষানবিশ অধিকার আইন আনবে। তৃতীয় গ্যারান্টি হবে কাগজ ফাঁস থেকে মুক্তি। এ জন্য সরকার একটি আইনও আনবে।

ইস্তাহারে বলা হয়েছে, চতুর্থ গ্যারান্টি হবে সামাজিক সুরক্ষা, যার অধীনে ট্রাক ড্রাইভার, মেকানিক, ছুতোর, ডেলিভারি বয় এবং ট্যাক্সি ড্রাইভারের মতো শ্রমিকদের পেনশন প্রদানের জন্য একটি সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। এ ছাড়া যুব রোশনির নামে ৫ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হবে, যা দেশের সব জেলায় সমানভাবে বণ্টন করা হবে। এই পরিমাণ অর্থ দিয়ে ৪০ বছরের কম বয়সী যুবকরা স্টার্টআপ শুরু করতে পারবেন।