TMC: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড দেবেন তৃণমূল নেত্রী

আগেই অভিযোগ উঠেছিল তৃণমূল (TMC) সরকার ভোটব্যাঙ্ক বাড়াতে বাংলাদেশিদের বৈধতা দিচ্ছে। এবার সেটা প্রকাশ্যে স্বীকার করল হাবড়ার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস (Ratna Biswas)। শুধু স্বীকার…

আগেই অভিযোগ উঠেছিল তৃণমূল (TMC) সরকার ভোটব্যাঙ্ক বাড়াতে বাংলাদেশিদের বৈধতা দিচ্ছে। এবার সেটা প্রকাশ্যে স্বীকার করল হাবড়ার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস (Ratna Biswas)। শুধু স্বীকার করলেন না রীতিমতন যে সমস্ত বাংলাদেশিরা অবৈধ উপায়ে ভারতে আছেন, তারা কিভাবে ভারতের নাগরিক হবেন, কোন অফিসে গেলে ভারতের ভোটাধিকার পাবেন সেটাও বাতলে দিলেন। যা নিয়ে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে হাবড়ার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসকে বলতে শোনা যাচ্ছে যে, সামনেই নির্বাচন। ভোটার লিস্টে নাম সংশোধন প্রক্রিয়া চলছে। কেউ যেন না বাদ পরে সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি তিনি বলছেন, ওই এলাকায় অনেক বাংলাদেশি আছেন, যাদের ভোটার কার্ড নেই সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতা জাকিরের সঙ্গে দেখাও করতে বলছেন। সেটাও যদি না হয় তৃণমূল পার্টি অফিসে আসতে বলছেন। একটাও ভোট যেন বাতিল না হয় নিদান দিলেন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। (ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি kolkata24x7)

বাংলাদেশিদের হুড়মুড়িয়ে এই বাংলায় প্রবেশ কীভাবে হচ্ছে? কোন পথে আসছে ? এবার কি বাংলাদেশিদের ভোটার কার্ড দেবে তৃণমূল ? প্রশ্ন তুলছে বিরোধীরা।

তৃণমূল নেত্রীর এমন দাবিতে বিতর্ক প্রবল। অভিযোগ, দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় আঘাত করেছেন ওই নেত্রী। রাজ্যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারী আসছে। তাদের অনেকেই ধরা পড়ে স্বীকার করেছেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরদের সাথে পাচারকারী চক্রগুলি জড়িত। চলে আর্থিক লেনদেন। সীমান্তের বিশেষ বিশেষ স্থান দিয়ে চলে যাতায়াত। বাংলাদেশের বিভিন্ন শহর ও কলকাতা সহ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলছে বেআইনি ভারতীয় পরিচয়পত্র তৈরির কাজ।