জয়ের পর মাথা উঁচু করে সংসদে পা রাখতে চলেছে মহুয়া মৈত্র

নির্বাচনে জয়লাভ করে অপমানের যোগ্য জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কারন সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল মোদী সরকার।…

mahua

নির্বাচনে জয়লাভ করে অপমানের যোগ্য জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কারন সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল মোদী সরকার। এর পরেও মহুয়া মৈত্রকে টক্কর দিতে প্রার্থী করা হয় কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহাকে। কিন্তু বিজেপির সেই পরিকল্পনা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটাররা।

তবে সব বাঁধাকে অতিক্রম করে জয়লাভ করার পর মহুয়া মৈত্র বলেছেন ধর্মের নামে যে ভোট করতে চেয়েছিলেন মোদী মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। এককথায় সরাসরি মোদীকেই লক্ষ্য করে এই বার্তা দেন মহুয়া মৈত্র। উল্লেখ্য মহুয়া মৈত্রর বাড়িতে ভোটের আগে সিবিআই তল্লাশি পর্যন্ত চালানো হয়।। এমনকী তাঁর মা-বাবার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তাতেও ভোটারদের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি বিজেপি।

   

সমস্ত ঘটনার পরেও তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই মহুয়া মৈত্রের সঙ্গে থেকেছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা ব্যানার্জি। তবে সব ঘটনা কে পিছনে ফেলে শেষ হাসি হাসলেন মহুয়াই। পুনরায় জয়ের সাথে মাথা উঁচু করে পা রাখতে চলেছেন সংসদে। যা তার কাছে বিশেষ প্রাপ্তি বলাযায়।