Dilip Ghosh: নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বললেন দিলীপ ঘোষ

বিজেপি নেতৃত্ব, নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পাওয়ার পরেও যেন থামার নাম নিচ্ছেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন…

বিজেপি নেতৃত্ব, নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পাওয়ার পরেও যেন থামার নাম নিচ্ছেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। তিনি কমিশনকে ‘মেসোমশাই’ তকমা দিলেন এবার।

আজ বৃহস্পতিবার তিনি জানান, ‘তোমরাও তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নাড্ডাকে নিয়ে কত কিছু বলেছো। আমরা তো আর কথায় কথায় মেসোমশাইয়ের কাছে যাই না বা কান মুলে দিতে বলি না। কী এমন হয়েছে যে সকাল সকাল উঠে মেসোর বাড়ি যেতে হচ্ছে। একটা চিঠি দিতে তৃণমূলের ১০ জন মিলে নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচনে ময়দানে নেমে সরাসরি লড়াই করতে না পেরে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল।’

গত মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে শো কজ করেন। লোকসভা ভোটের মুখে গতকাল নির্বাচন কমিশনও দিলীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠায়। বাংলার শাসক দল নির্বাচন কমিশনে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে নালিশ ঠোঁকে। এরপর আজ বুধবারই দিলীপ ঘোষকে শো কজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এর পাশাপাশি লোকসভা প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করায় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।