জেলায় জেলায় ডিজেল মূল্যে সেঞ্চুরি, কলকাতায় একটু কম

কলকাতায় সেঞ্চুরি পার না করলেও রাজ্যের ৬টি জেলায় সেঞ্চুরি করল ডিজেল। মঙ্গলবার পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, নদিয়ায় ১০০ টাকা হয়েছে ডিজেলের দাম। আর এই…

কলকাতায় সেঞ্চুরি পার না করলেও রাজ্যের ৬টি জেলায় সেঞ্চুরি করল ডিজেল। মঙ্গলবার পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, নদিয়ায় ১০০ টাকা হয়েছে ডিজেলের দাম। আর এই নিয়ে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে।

শহরে পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ছাড়িয়ে গিয়েছে। গত দুই সপ্তাহে লিটার প্রতি ৯টাকা ২০ পয়সা মোট হার বেড়েছে । এছাড়া কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৮০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৮ টাকা ২২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ০২ পয়সা।

অন্যদিকে দিল্লিতে ৮০ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩ টাকা ৮১ পয়সা পয়সা থেকে ১০৪ টাকা ৬১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৫ টাকা ০৭ থেকে বেড়ে ৯৫ টাকা ৮৭ পয়সা হয়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৮ টাকা ৮৩ থেকে ১১৯ টাকা ৬৭ পয়সা দাঁড়িয়েছে।

নিত্য সাধারণ জিনিসের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তেলের পাশাপাশি বাজারে গেলেও ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্ত মানুষকে।