Wednesday, November 29, 2023
HomeSports NewsChristian Eriksen : মৃত্যু-মুখ থেকে ফেরা এরিকসনকে নিতে ঝাঁপাতে পারে ম্যান ইউ

Christian Eriksen : মৃত্যু-মুখ থেকে ফেরা এরিকসনকে নিতে ঝাঁপাতে পারে ম্যান ইউ

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে হওয়া গরম করতে পারেন ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)। তাঁকে দলে টানার জন্য ঝাঁপাতে পারে টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। এরিকসন বর্তমানে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রেন্টফোর্ড ক্লাবে। জানুয়ারিতে ছ’মাসের চুক্তি হয়েছিল ডেনিস তারকার সঙ্গে।

   

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ডের একাধিক ক্লাবের নজরে রয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসন। টটেনহ্যাম, ম্যান ইউ অন্যতম। চেলসিও আক্রমণাত্মক এই মিডফিল্ডারকে দলে পেতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।

ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন এরিকসন। মাঠেই লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রশ্নের মুখে পড়েছিল তাঁর ফুটবল কেরিয়ার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসার পর ফের শুরু করেছেন পেশাদার ফুটবল কেরিয়ার।

শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এরিকসনকে আর দলে রাখেনি মিলান। শেষ পর্যন্ত ছয় মাসের চুক্তিতে ব্রেন্টফোর্ড দলে নিয়েছে এই ফুটবলারকে। ক্লাবের হয়ে যেমন সম্প্রতি গোল করেছেন, তেমনই দেশের জার্সিতেও স্কোরবোর্ডে নাম তুলেছেন। মৃত্যু মুখ থেকে ফিরে এসে জাত চেনাচ্ছেন ক্রিশ্চিয়ান এরিকসন।

Latest News