Super Cup: ওডিশায় বসতে চলেছে সুপার কাপের আসর, কবে থেকে শুরু টুর্নামেন্ট?

হাতে আর একটা মাস মাত্র। তারপরেই শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। গতবছর সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলেছিল…

Football Super Cup

হাতে আর একটা মাস মাত্র। তারপরেই শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup) নতুন মরশুম। গতবছর সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলেছিল ক্লিফোর্ড মিরান্ডার ওডিশা এফসি। যারফলে, আইএসএলের হতাশা ভুলে নতুন করে আনন্দে মেতে উঠেছিল জগন্নাথের রাজ্যের ফুটবলপ্রেমী মানুষ। তবে এবার কিছুদিন পরেই শুরু হতে চলেছে নয়া মরশুম। কিন্তু কবে থেকে?

যতদূর জানা গিয়েছে, আগামী ৯ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সুপার কাপের নতুন মরশুম। যেখানে অংশ নেবে দেশের সেরা ফুটবল ক্লাব গুলি। সেখানে আইএসএলের পাশাপাশি আইলিগের দলগুলিকে ও খেলতে দেখা যাবে এবার। যতদূর জানা গিয়েছে, নতুন মাসের ২৮ তারিখ পর্যন্ত চলবে এই ফুটবল টুর্নামেন্ট। তার মধ্যেই নির্ধারিত হয়ে যাবে টুর্নামেন্টের নতুন বিজেতার নাম।

সেইমতো জানা গিয়েছে, ওডিশার দুইটি স্টেডিয়ামে আয়োজিত হবে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ফুটবল ম্যাচ। তাই সবদিক মাথায় রেখেই চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। সেই অনুপাতে মাথা পিছু তিনটি করে ম্যাচ পাবে প্রত্যেকটি দল। তারপর পয়েন্টের ভিত্তিতে প্রত্যেকটি গ্রুপের প্রথমে স্থান করে নেওয়া দলগুলিকে খেলতে দেখা যাবে টুর্নামেন্টের সেমিফাইনালে। এক্ষেত্রে গ্রুপ পর্যায়ের প্রত্যেকটি দলকে একটি করে ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে। অর্থাৎ দ্বিতীয় লেগের কোনো ব্যবস্থা থাকছে না। তাই লড়াই যে আরও রোমাঞ্চকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

তবে এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের দলগুলি সরাসরি খেলার সুযোগ পেলেও খুব একটা সহজ হবে না আইলিগের দলগুলির ক্ষেত্রে। মূলত বিশেষ কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে সুপার কাপে খেলার সুযোগ করে নিতে হবে আইলিগ থেকে খেলতে আসা দল গুলিকে। তবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ সুযোগ। মূলত এএফসি কাপের প্রিলিমিনারি স্টেজের জন্য মনোনয়ন করা হবে বিজয়ী দলকে। যেমনটা সুযোগ পেয়েছিল গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান সুপারজায়ান্টস।