মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন স্মরণীয় করতে কাঁথিতে ইন্দিরা ক্লাবের দিদিকাপ

কাঁথি: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন স্মরণীয় করে রাখতে কাঁথি ইন্দিরা ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো দিদিকাপ। শুক্রবার সকালে কেক কেটে ক্রিকেট প্রতিযোগিতা…

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন স্মরণীয় করতে কাঁথিতে ইন্দিরা ক্লাবের দিদিকাপ

কাঁথি: বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন স্মরণীয় করে রাখতে কাঁথি ইন্দিরা ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো দিদিকাপ। শুক্রবার সকালে কেক কেটে ক্রিকেট প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন কারাদফতরের মন্ত্রী অখিল গিরি।

পাশাপাশি ব্যাটে বল লাগিয়ে ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এছাড়া উপস্থিত ছিলেন দিদিকাপ মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি। দু’বছরে পা দিল ইন্দিরা ক্লাবের দিদিকাপ ক্রিকেট প্রতিযোগিতা। জানাগেছে, মেদিনীপুর জেলায় বিগ বাজেট ক্রিকেট খেলার মধ্যে অন্যতম হলো কাঁথির ইন্দিরা ক্লাবের দিদিকাপ। দু’দিন ধরে চলবে দিবারাত্রি কাঁথির ইন্দিরা ক্লাবের ব্যবস্থাপনার দিদিকাপ।

মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যের প্লেয়ারও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বলে জানাগেছে। দিদিকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ঘিরে সকাল থেকে ভীড় উপচে পড়েছে। এদিন এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করা হয়।

Advertisements

ইন্দিরা ক্লাবে অন্যতম সদস্য সুপ্রকাশ গিরি বলেন, “চ্যাম্পিয়ন দলকে তিন লক্ষ টাকা সহ ট্রফি, রানাস দলকে দু’লক্ষ টাকা সহ ট্রফি। এছাড়াও বাকি দুটি দলকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রত্যেক ম্যাচে আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। সারাবছর ইন্দিরা ক্লাবের ওই ক্রিকেট প্রতিযোগিতা অপেক্ষা করে থাকেন পূর্ব মেদিনীপুর বাসী।’’ আরও বলেন, ” আজকে বিশেষ দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ বাংলার কথা ভাবেন৷”

কারাদফতরের মন্ত্রী অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে কেক কেটে ক্রিকেট প্রতিযোগিতা শুরু করলাম৷”