Bangladesh: ভোটের আগেই বাংলাদেশে ভোট কেন্দ্রে আগুন, পশ্চিমবঙ্গের মতো হাল

ঢাকা: ভোটের একদিন আগে বাংলাদেশের (Bangladesh) রাজশাহীর তিনটি ও ফেনীর একটি ভোটকেন্দ্রে আগুন লাগাল দুষ্কৃতিরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে…

Bangladesh Election

ঢাকা: ভোটের একদিন আগে বাংলাদেশের (Bangladesh) রাজশাহীর তিনটি ও ফেনীর একটি ভোটকেন্দ্রে আগুন লাগাল দুষ্কৃতিরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গেছে স্কুলের আসবাবপত্র। বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ও অফিস সহকারীর ঘরে পেট্রল ঢেলে আগুন লাগানো হয় বলে খবর।

স্থানীয় সূত্র অনুযায়ী, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ৪ হাজার ৩৫৪ নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হঠাৎ ভোটের দুদিন আগে স্কুলের অফিস ঘরের পেছনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চেয়ার-টেবিল ও আলমারিতে থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় জানান, সকাল ৭টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ জানতে বিএনপির অসহযোগ আন্দোলন, অন্যদিকে স্কুল ম্যানেজিং কমিটির বিরোধকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ জানান, স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এ ঘটনা ঘটতে পারে।

সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভোটের সময় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না।

উল্লেখ্য, ৭ জানুয়ারি নির্বাচন বয়কট করেছে প্রধান বিরোধী দল বিএনপি । তারা নির্বাচনের আগের দিন ও ভোটগ্রহণের দিন বনধের ডাক দিয়ে, দেশের জনগণকে এই ভোট বয়কটের আহ্বান জানিয়েছে।