Attack On ED: সন্দেশখালিতে আক্রান্ত ইডি, শুভেন্দু চাইলেন এনআইএ তদন্ত

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডির উপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ছবি এবং ভিডিও শেয়ার করলেন…

ED attacked at Sandeshkhali

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডির উপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ছবি এবং ভিডিও শেয়ার করলেন বিরোধী দলনেতা। শেয়ার করে ঘটনার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন তিনি। এছাড়া তিনি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)কে দিয়ে এই ঘটনার তদন্তেরও দাবি তুললেন।

এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, “বর্বরোচিত। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলা মুখে পড়তে হল ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের।”

এই পোস্টের পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ট্যাগ করেন। ট্যাগ করে সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানান। সেই এক্স বার্তায় তিনি ট্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইডির অধিকর্তা এবং সিআরপিএফকেও।

ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। তিনি বলেন, “সন্দেশখালির এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কোনও রাজ্যে যখন কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশে তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই তদন্তকারী সংস্থার আধিকারিকদের সুরক্ষার দায়িত্ব সেই রাজ্যের সরকারের। কিন্তু আমরা বার বারই দেখেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ। আজ যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।”

শুক্রবার সকালে রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির একটি দল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায়। কিন্তু ইডি আধিকারিকদের দেখেই তেড়ে আসে স্থানীয়রা। হামলা হয় ইডি আধিকারিকদের উপর। শেষমেশ ঘটনাস্থল ছাড়তে হয় ইডি আধিকারিকদের। এই হামলার ঘটনায় তিন ইডি আধিকারিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।