HomeWest BengalDelhi Diary: ইডির ধমকে ফুঁপিয়ে কাঁদলেন ‘বীর’ ভূমি-পুত্র কেষ্টা

Delhi Diary: ইডির ধমকে ফুঁপিয়ে কাঁদলেন ‘বীর’ ভূমি-পুত্র কেষ্টা

গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি। সায়গল ও এনামুলের সঙ্গে টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি৷ সেই বিষয়েই বুধবার সকাল থেকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারী সংস্থার অফিসাররা৷ গরু পাচারের টাকা কীভাবে তাঁর কাছে আসত?

- Advertisement -

Delhi Diary: কখনও পুলিশকে বোমা মারার নিদান দিয়েছেন৷ কখনও আবার গাঁজার ভুয়ো কেস। বীরভূমের তিনি শুধুমাত্র তৃণমূল নেতা ছিলেন না। ছিলেন দোর্দণ্ডপ্রতাপ বাহুবলী৷ বুধবার দিল্লিতে ইডির প্রশ্নের মুখোমুখি হতেই কেঁদে ভাসালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ ধমক খেলেন ইডির৷ এমনটাই সূত্রে খবর৷

এটি পড়ুন : Anubrata Mondal: ‘পূর্ণিমা’-ই কাল হল ‘বীর’ ভূমি-পুত্র অনুব্রতের

   

গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি। সায়গল ও এনামুলের সঙ্গে টাকার লেনদেনের হদিশ পেয়েছে ইডি৷ সেই বিষয়েই বুধবার সকাল থেকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারী সংস্থার অফিসাররা৷ গরু পাচারের টাকা কীভাবে তাঁর কাছে আসত? বীরভূম থেকে গ্রীন করিডোর করে দেওয়ার পরিবর্তে কত ফায়দা পেতেন তিনি? তাঁর সম্পত্তির রকেট গতিতে বৃদ্ধি পেল কী করে? সব কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ ছয় জনের দুঁদে অফিসারের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে কেষ্টকে৷ যার নেতৃত্বে ইডির স্পেশাল ডিরেক্টর সনিয়া নারাং। 

এটি পড়ুন : Anubrata Mondal: হঠাৎ ফিসচুলা ফেটে ‘পাছায় যন্ত্রণা’ অনুব্রতর, পরীক্ষা করবেন চিকিৎসকরা

জিজ্ঞাসাবাদ চলাকালীন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন কেষ্ট। তিনি বলেন, এই সমস্ত বিষয়ে তাঁর কোনও দোষ নেই। তখন ইডির অফিসাররা অনুব্রতকে চাপ দিতে শুরু করে৷ পরিবর্তে কেষ্ট বলেন তিনি নির্দোষ৷ অথচ ইডির কাছেই কেষ্ট কন্যা সুকন্যা জানিয়েছেন সম্পত্তির বিষয়ে বাবাই সবটা জানে৷

এটি পড়ুন : তিহার জেলেই ঠাঁই হতে পারে মমতার ‘বীর’ অনুব্রতর, ভয়ের কারণ এক বাহুবলী

গতকাল অনুব্রত মণ্ডলকে ৩ দিনের হেফাজতে নিয়েছে ইডি৷ এই তিন দিনের মধ্যে অনুব্রতর কাছ থেকে বিস্ফোরক কিছু বের করতে চায় ইডি৷ অনেকেই মনে করছেন ইডির চাপের মুখে গোটা ঘটনার রাজসাক্ষী হতে পারেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments