Darjeeling: গোর্খাদের ওপর অত্যাচারের জবাব দেওয়া হবে অমিত শাহকে বার্তা গুরুংয়ের

শিলিগুড়ির সভামঞ্চ থেকে দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চল ও উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জিটিএ নির্বাচন করে গোর্খা ভাইবোনদের কিনে…

শিলিগুড়ির সভামঞ্চ থেকে দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চল ও উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জিটিএ নির্বাচন করে গোর্খা ভাইবোনদের কিনে নেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবে গোর্খা জনমুক্তি মোর্চা (গোজমুমো) নেতা বিমল গুরুং বলেন, তাঁর বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

বিজেপির জোট ছেড়ে ফের তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ গুরুং। তিনি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের প্রচার করতে এখন থেকে অমিত শাহ আসছেন। তবে নির্বাচনে যা ফলাফলল পাওয়ার তা তিনি পাবেন। আগে মতো পাহাড়ের রাজনীতি হবে না। গোর্খা জাতির ওপর অন্যায় অত্যাচার হয়েছে৷ আগামী দিনে গোর্খারা একজোট হয়ে এর জবাব দেবে৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, দার্জিলিংয়ে পুরসভা নির্বাচনের পর জিটিএ নির্বাচন করানোর জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকমাস আগেই পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও একাধিক প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন গুরুংপন্থীরা৷ তবে অনশনের হুঁশিয়ারি দেন গুরুং। এখনও অবধি জিটিএ নিয়ে আর কোনও আলোচনা হয়নি।

দার্জিলিং পুরসভা ভোটে গুরুং শিবির ক্ষমতা দখল করতে পারেনি। গোজমুমো গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। বারবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে যাওয়া আসা করা বিমল গুরুং পাহাড়ে জনপ্রিয়তা হারাচ্ছেন এমনই জল্পনা তীব্র দার্জিলিং ও কালিম্পং জেলায়।