Cyclone updates: দীপাবলিতে ঘূর্ণি হানা তবে সিত্রাং নিয়ে দোলাচলে হাওয়া অফিস

সামনে আলোর রোশনাই উৎসব। চারিদিক সেজে উঠবে প্রদীপ ও আলোর উজ্জ্বলতায়। তবে এই আলোর উৎসবে কোথাও যেন অন্ধকারে আশঙ্কা ঘনাচ্ছে। বঙ্গোপসাগরের তৈরি হতে পারে সুপার…

সামনে আলোর রোশনাই উৎসব। চারিদিক সেজে উঠবে প্রদীপ ও আলোর উজ্জ্বলতায়। তবে এই আলোর উৎসবে কোথাও যেন অন্ধকারে আশঙ্কা ঘনাচ্ছে। বঙ্গোপসাগরের তৈরি হতে পারে সুপার সাইক্লোন সিত্রাং। আগামী ২২ অক্টোবর তৈরি হতে পারে একটি সাইক্লোন। যা অক্টোবরের ২৩ ও ২৪ তারিখে ভয়ংকর শক্তিশালী সাইক্লোনে (cyclone) পরিণত হবে। ইন্ডিয়ান মেটওরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে আজ নতুন করে আপডেট দেওয়া হয়েছে। এই সাইক্লোন এর প্রভাবে ২৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি।

আইএনডি ভুবনেশ্বরের শাখা থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আন্দামান সাগরে। যা সোমবার থেকে উত্তর আন্দামান সাগরের দিকে এগোতে শুরু করেছে। এটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে।

আবহাওয়া দফতর সূত্রে থেকে আরো জানানো হয়েছে,”সাইক্লোন তৈরি হচ্ছে, তবে এখনই এর গতিবিধি কিংবা কোন রাজ্যের উপকূলে এটি আসছে পড়তে চলেছে তা বলা সম্ভব নয়। এখনো বেশ কিছুটা সময় রয়েছে। এই ঘূর্ণিঝড় কোথায় কত কিলোমিটার বেগে আছে পড়বে তা নিয়ে এখন স্পষ্ট করে কিছু বলা যাবে না। এমনকি ঘূর্ণিঝড় সুপার পরিণত হবে কিনা তা নিয়েও এখনো কিছু স্পষ্ট নয়।”

লেটেস্ট ওয়েদার অ্যালার্ট অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে দক্ষিণ-পূর্ব এবং তার সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। আগামী ২২ অক্টোবর সেই নিম্নচক্ষে টি সিস্টেম তৈরি করে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তা নিম্নচাপে পরিণত হবে।

আইএমডি তরফ থেকে ২০২০ এ ১৬৯ টি ঝড়ের নামের একটি লিস্ট জারি করা হয়েছিল যেখানে উল্লেখ রয়েছে সিত্রাং ঝড়ের নাম। এই নামটি থাইল্যান্ডের একটি পদবী। এ বছর মে মাসে অশনি এসেছিল বঙ্গোপসাগরে। সাইক্লোন অশনের পর যে সাইক্লোন এর আশঙ্কা করা হয়েছিল তার নাম সিত্রাং। যদি সিত্রাং এর আশঙ্কা সত্যি হয় তাহলে ২০২২ সালে দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে এই সাইক্লোনিক স্টর্ম। প্রসঙ্গত ২০১৮ এর পরই প্রথম বঙ্গোপসাগরে কোনো সাইক্লোন তৈরি হল। যদি এটা ঘনীভূত হয় তাহলে সুপার সাইক্লোনে পরিণত হবে বলে আশঙ্কা করছেন আইএমডির বিশেষজ্ঞরা।