Maharashtra : বিজেপিকে নিশ্চিহ্ন করে পঞ্চায়েত দখল করল সিপিআইএম

বঙ্গ বিধানসভায় শূন্য হলে কী হবে মহারাষ্ট্রে গোকুলে বাড়ছে CPIM ! কৃষক আন্দোলনকে পুঁজি করে পঞ্চায়েত ভোটে চমক বামপন্থীদের। এ রাজ্যের পঞ্চায়েত ভোটে (Maharashtra Panchayat)…

বঙ্গ বিধানসভায় শূন্য হলে কী হবে মহারাষ্ট্রে গোকুলে বাড়ছে CPIM ! কৃষক আন্দোলনকে পুঁজি করে পঞ্চায়েত ভোটে চমক বামপন্থীদের। এ রাজ্যের পঞ্চায়েত ভোটে (Maharashtra Panchayat) নাসিকে (Nashik) হয়েছে অন্যতম আকর্ষনীয় ফলাফল। সর্বশেষ হিসেবে লাল ঝড়ে উড়ে গেছে শাসক জোট বিজেপি ও একনাথ শিন্ডের জোট, কংগ্রেস, এনসিপি সহ বাকিরা।

  • মহারাষ্ট্র পঞ্চায়েতে ভোটে সে়ঞ্চুরি হাঁকাল সিপিআইএম।
  • নাসিক, থানে, পালঘর সহ বিভিন্ন জেলায় পরপর পঞ্চায়েত দখল।
  • শতাধিক পঞ্চায়েতে সিপিআইএম ক্ষমতায়।

মহারাষ্ট্রের লালদুর্গ নাসিক এমনই জানাচ্ছে ‘মাত্রুভূমি’ ও নবভারত টাইমস। সংবাদে বলা হয়েছে, নাসিক থেকে শিবসেনা ও বিজেপির বিরাট পরাজয় হয়েছে। সংঘ পরিবারের (RSS) ঘাঁটি নাগপুরের বিভিন্ন পঞ্চায়েত বিজেপির হাতছাড়া। এখানে কংগ্রেসের জয়যাত্রা চলেছে।

   

নবভারত টাইমস ও এবিপি মাঝা (এবিপি নিউজ) জানাচ্ছে, মহারাষ্ট্র গ্রামাঞ্চলে বিজেপির বিরাট ধাক্কার খবরের মাঝে অতি চমক দিয়েছে নাসিক জেলা। এই জেলার তেহসিল সুরগনা পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি এবং শিবসেনা জোট একেবারে ধরাশায়ী। সুরগনার ৬১টি আসনের মধ্যে ৩৪টি গেছে সিপিআইএমের দখলে। তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপির দখলে তিনটি। এনসিপি তিনটি ও অন্যান্যরা ১২টি আসন পেয়েছে।

নাসিক লোকসভাটি শিবসেনার দখলে। আর এই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে এনসিপি ও শিবসেনার অধীন। তবে শিবসেনা শিন্ডে ও উদ্ভব ঠাকরে এই দু়ই গোষ্ঠিতে বিভক্ত।

লোকসত্তা সংবাদপত্র জানাচ্ছে, পঞ্চায়েত ভোটে বিজেপি ও শিন্ডে গোষ্ঠীর শিবসেনার বিপর্যয় হয়েছে। বরং এনসিপি, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের গোষ্ঠি মিলে তৈরি এমভিএ জোট গ্রামাঞ্চলের ক্ষমতায়। ১০৭৯টি আসনের ৪৬৪টি গেছে তাদের দখলে। বিজেপি-শিন্ডের দখলের গেছে ৩৫৭টি। নির্দল দখলে ২৫৮টি।

মহারাষ্ট্র বিধানসভায় দুটি আসনে বামপন্থীরা জয়ী হন গত নির্বাচনে। তার একটি সিপিআইএম ও অন্যটি প্রেজেন্টার্স পার্টির দখলে যায়। তবে আরও দুটি আসন হাতছাড়া হয় বাম শিবিরের।