CPIM: ‘বিশাল ব্রিগেডে লাভ নেই’, ভোটে ‘সর্বহারা’ বাম সমর্থকরা নেতাদের দিচ্ছেন ম্যাজিক ওষুধ!

দিনভর বড় বড় পেটি নিয়ে দোকানে দোকানে অর্ডার সাপ্নাই দেন। রবিবার ব্রিগেডে মিটিংয়ে গেছিলেন। সবাই জানে ‘ও সিপিএম’! এমনই CPIM সমর্থক বলছেন, ‘রবিবার মার্কেট বন্ধ…

CPIM, supporters, district gatherings, brigade Maidan meetings

দিনভর বড় বড় পেটি নিয়ে দোকানে দোকানে অর্ডার সাপ্নাই দেন। রবিবার ব্রিগেডে মিটিংয়ে গেছিলেন। সবাই জানে ‘ও সিপিএম’! এমনই CPIM সমর্থক বলছেন, ‘রবিবার মার্কেট বন্ধ ছিল তাই সুবিধা হয়েছিল, তবে মার্কেট খোলা হলেও যেতাম। ব্যবসা একদিন মার খেলে খেত’। কী পান ওখানে গিয়ে? একটু চুপ। তারপরেই তিনি Kolkata 24×7-কে বললেন, ‘আসলে ওটা অভ্যাস। যেতেই হবে।’ পরক্ষণেই তিনি বলেন, এবার জেলায় জেলায় মিনি ব্রিগেড হোক। লাগাতার। কলকাতায় ব্রিগেড করে লাভ নেই!

বর্ধমান শহরের এমনই আরও বহু বাম সমর্থকের একই দাবি। তাদের দাবি, আমরাই তো দুর্নীতির বিশ্ব বাংলা উপড়ে নজির গড়েছি রাজ্যে। কেউ পেরেছে মমতা-অভিষেকের দুর্নীতির প্রতীক ভাঙতে? এরাও বলছেন কলকাতায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে কোনও ভোট বাড়তে পারে না। তার থেকে সব জেলার সদরে হোক মাসে দু-তিনবার জমায়েত। এতেই ম্যাজিক হবে!

ম্যাজিক? ভোটে ‘ঘটিহারা’ বাম সমর্থকদের দাবি, জেলায় জেলায় মিনি ব্রিগেডেই হবে ম্যাজিক। তারা বলছেন, বিশ্ব বাংলা ভেঙে মমতার গর্বে আঘাত করেছিলাম। এই পূর্ব বর্ধমান জেলাতেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের সাথে সমানে টক্কর নিয়েছিল সিপিআইএম। ঠিকমতো মিনি ব্রিগেড হতে থাকলে তৃণমূল উড়ে যাবে। আর সাপ্নাই লাইন বন্ধ হলে বিজেপি আপনা থেকেই শেষ।

লোকসভা ভোটের আগে সিপিআইএমের যুব শাখা DYFI ব্রিগেড সমাবেশের ভিড় দেশের সর্বত্র আলোচিত। তেমনই প্রশ্ন উঠছে, ব্রিগেডের ভিড় ভোট কত আনবে? তৃ়নমূল মুখপাত্র কুণাল ঘোষ ও বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও এমনই প্রশ্নে বাম শিবিরকে কটাক্ষ করেছেন। দুজনেরই একই যুক্তি। আর অংক বলছে, গত কয়েকটি বাম ব্রিগেড বিপুলতর জন-জমায়েত করলেও ভোটের অঙ্কে নেমেছে ধস। এইখানেই বাম সমর্থকদের ম্যাজিক তত্ত্ব-হোক মিনি ব্রিগেড। ফল দেখা যাবে হাতে নাতে।

শুধু পূর্ব বর্ধমান জেলা নয় পড়শি বাঁকুডা, বীরভূম, পশ্চিম বর্ধমান থেকেও একই রকম ‘মিনি ব্রিগেড’ বার্তা সামাজিক মাধ্যমে নেতাদের কাছে পাঠাচ্ছেন কর্মী ও সমর্থকরা। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও একই বার্তা দেখা ছড়াতে শুরু করেছে। একাংশ সমর্থক যারা একটু বেশি উগ্র, তারা ভগত সিংয়ের উক্তি টেনে বলছেন ‘বধিরকে শোনাতে উচ্চ কণ্ঠ দরকার’। বধির কে? কট্টর বাম সমর্থকরা বলছেন নেতারা আবার কে? তাদের দাবি জেলায় জেলায় জমায়েতের ঝড় উঠুক।