কেন হারিয়ে গেলেন Ustad Rashid Khan!

Ustad Rashid Khan: উস্তাদ রাশিদ খান। যাঁর কণ্ঠ দিয়ে সঙ্গীত জগতকে মন্ত্রমুগ্ধ করেছিল। পদ্মশ্রী ও পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন ভারতের যে সঙ্গীত সম্রাট। তিনি আর নেই।…

Ustad Rashid Khan

Ustad Rashid Khan: উস্তাদ রাশিদ খান। যাঁর কণ্ঠ দিয়ে সঙ্গীত জগতকে মন্ত্রমুগ্ধ করেছিল। পদ্মশ্রী ও পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন ভারতের যে সঙ্গীত সম্রাট। তিনি আর নেই। আমি তাঁর মৃত্যুর কথা শুনেছি। এটি সমগ্র দেশ এবং সমগ্র সঙ্গীত জগতের জন্য একটি বড় ক্ষতি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে রাশিদ খান আর নেই। বললেন শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বুধবার রাশিদ খানের শেষকৃত্য সম্পাদনের আগে খানকে বন্দুকের স্যালুট এবং রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। তাঁর মরদেহ আজ মর্গে রাখা হবে। বুধবার রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বয়স হয়েছিল মাত্র ৫৫। চিরবিদায় নিলেন সঙ্গীত সম্রাট ওস্তাদ রাশিদ খান। মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রাথমিকভাবে তিনি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিলেও পরে তিনি কলকাতায় ফিরে আসেন।

শোনা যায়, প্রস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সুরের রাজা। ডিসেম্বর থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ২৩শে ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরেই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। ভেন্টিলেটরে ছিলেন।

   

ওস্তাদ রাশিদ খান উত্তরপ্রদেশের বাদাউনে জন্মগ্রহণ করেন। মাতামহ ওস্তাদ নিসার হুসেন খানের কাছ থেকে সুরের প্রশিক্ষণ নেন।  রাশিদ খানের প্রথম স্টেজ পারফরম্যান্স ছিল মাত্র ১১ বছর বয়সে।  রাশিদ খান ওস্তাদ আমির খান এবং পন্ডিত ভীমসেন জোশীর গান দ্বারাও প্রভাবিত হয়েছিলেন।তিনি রামপুর-সহসওয়ান ঘরানার গায়ক ছিলেন। চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন Ustad Rashid Khan।

‘যব উই মেট’-এ তাঁর গাওয়া ‘আওগে যখন তুম সাজনা’ গানটি তো এখনও লোকের মুখে মুখে ঘোরে। সংগীতশিল্পীর জনপ্রিয় গানের কথা বলতে গেলে, ইন্ডাস্ট্রিতে ‘তোরে বিনা মোহে চেইন’-এর মতো সুপারহিট গান গেয়েছেন তিনি। একই সময়ে, তিনি ইন্ডাস্ট্রির রাজা অর্থাৎ শাহরুখ খানের ছবি ‘মাই নেম ইজ খান’-এ একটি গানও গেয়েছেন। শুধু তাই নয়, ওস্তাদ রাশিদ খান ‘রাজ 3’, ‘কাদম্বরী’, ‘শাদী মে জারুর আনা’, ‘মান্টো’ থেকে ‘মিটিন মাস’-এর মতো ছবিতেও Ustad Rashid Khan তাঁর কণ্ঠের জাদু ছড়িয়েছেন।