শান্তিপ্রসাদের বাড়িতে যকের ধন মিলতেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি বিকাশের

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (CPIM MP Bikash Ranjan Bhattacharya)৷

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তিপ্রসাদ সিনহার বেনামি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে যকের ধন পেয়েছে সিবিআই৷ উদ্ধার হয়েছে নগদ ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা এবং দেড় হাজার চাকরি প্রার্থীদের তালিকা৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (CPIM MP Bikash Ranjan Bhattacharya)৷

বাম নেতা ও আইনজীবীর কথায়, এতদিন সিবিআই কী করছিল? যে কমিটির সভাপতি ছিলেন শান্তিপ্রসাদ সেটি গঠন হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদরা তাঁর নির্দেশেই কাজ করেছেন। সিবিআইকে এটা বুঝতে হবে। এই দুর্নীতির তদন্তকে এগিয়ে নিয়ে যেতে অবিলম্বে মাথাকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি তুলেছেন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রসঙ্গত, সিবিআই সূত্রে খবর, গতকাল রাত থেকেই সন্তোষপুরের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। সেখানেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পারেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তিপ্রসাদ সিনহা অন্য এক ব্যক্তির নামে ফ্ল্যাট কিনেছেন। সেই খবর পেয়েই সেই ফ্ল্যাটের দিকে যায় সিবিআই আধিকারিকরা। সেখানে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। মিলেছে দেড় কেজি সোনা। এছাড়াও দেড় হাজার চাকরি প্রার্থীদের তালিকাও মিলেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই শান্তি প্রসাদ সিনহাকে গ্রেফতার করা হয়েছে৷ স্কুল সার্ভিসের কমিশনে নিয়োগের ক্ষেত্রে তাঁর ভূমিকা সিবিআইয়ের আতসকাঁচের তলায়। এর আগে বহুবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু প্রতিবারেই এই ফ্ল্যাট সম্পর্কে তথ্য গোপন করেছেন তিনি৷ এবার তাঁর অন্য কোনও সম্পত্তি সম্পর্কে আরও একবার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় সিবিআই। এমনটাই সূত্রে খবর।