পুলিশের অনুমতি নেই, মীনাক্ষীর নেতৃত্বে ‘ইনসাফ’ সভায় বাম মিছিলের ঢল প্রস্তুতি

আনিস খান হত্যার তদন্ত ও দোষীর কড়া শাস্তির দাবিতে এবং রাজ্যজুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি সহ চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া ও তার প্রতিবাদে আওয়াজ তুলতে চলেছে CPIM…

আনিস খান হত্যার তদন্ত ও দোষীর কড়া শাস্তির দাবিতে এবং রাজ্যজুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি সহ চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া ও তার প্রতিবাদে আওয়াজ তুলতে চলেছে CPIM এর যুব ও ছাত্র সংগঠন। মঙ্গলবার ধর্মতলায় ইনসাফ সভা ঘিরে রাজনৈতিক হাওয়া গরম। কারণ, বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) সরাসরি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ করে সমাবেশের ডাক দিয়েছেন। তবে সমাবেশের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এর জেরে ফের উত্তপ্ত হতে পারে কলকাতা৷

গত সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিরোধী দল বিজেপি৷ নবান্ন পর্যন্ত যেতেই পারেনি বিজেপি। দলীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হেলমেট পরে বিক্ষোভে নামেন। এর জেরে চরম কটাক্ষের শাখার হন তবে পুলিশ ও বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে কলকাতায় গাড়িতে আগুন ও ধরপাকড় নিয়ে রাজনৈতিক হাওয়া গরম। আর সপ্তাহ ঘুরতেই এবার সিপিআইএমের যুব-ছাত্র সমাবেশ ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা।

   

সোমবার খুন হয়ে যাওয়া ছাত্র নেতা আনিস খানের বাড়ি আমতার সারদা থেকে মিছিল শুরু করে বাম ছাত্র-যুবরা। নেতৃত্ব দেন মীনাক্ষী। তারা পায়ে পায়ে হেঁটে মহানগরে আসবেন। মিছিলে থাকবেন আনিসের পরিবারের সদস্যরা। থাকবেন সালেম খান৷ শুধুমাত্র আনিস খানের হত্যা নয়, আনিসের ভাই সলমন, যিনি আনিসের ঘটনার মূল সাক্ষী, তাঁর ওপরেও হামলার প্রতিবাদে সরব মীনাক্ষী-কলতান-সৃজনরা।

বাম যুব সংগঠনের দাবি, শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে জেলায় জেলায় মিছিল করে জনমত গঠন চলছে। ধর্মতলার সমাবেশে সেই বিক্ষোভ দেখা যাবে। গোটা কর্মসূচির নেতৃত্বে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া বাম শিবিরের নেত্রী মীনাক্ষীর ক্ষুরধার বক্তব্য মানুষকে আকর্ষণ করেছে।